
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০২:৩৯ পিএম
চাহাল-ভার্মার বিচ্ছ্বেদ নিয়ে নতুন তথ্য

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০১:১১ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
অবশেষে ফুরালো গল্প। আলাদা হলো যুজবেন্দ্র চাহাল-ধনশ্রী ভার্মা জুটি। এবার কাগজে-কলমে। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রায় ফ্যামিলি কোর্টে তাদের চূড়ান্ত শুনানি হয়। যেখানে দুজনেই জানিয়েছেন সম্মতিতেই হচ্ছে বিচ্ছ্বেদ।
কিন্তু এই সম্পর্কের টানাপোড়েন অল্প দিনের নয়। তিনবছর যাবৎ চলছে। কখনও কাঁদা ছোড়াছুড়ি, কখনও বিচ্ছ্বেদের আলাপ, একা থাকা কিংবা নতুন কাউকে খোঁজা—সব মিলিয়ে পরিণতি আসল গতকাল। এনডিটিভি জানিয়েছে, পিটিশন অনুযায়ী তিন বছর চলছে এমন। ২০২২ সালের জুনে ছাড়াছাড়ি হয় চাহাল-ভার্মা।
বান্দ্রায় আনুষ্ঠানিকতা শেষে চাহালের উকিল নীতা গুপ্ত জানিয়েছেন, দুই পরিবারের সম্মতিতেই সব সমাধান হয়েছে। তবে এখানে খোরপোশের বিষয়টি আসেনি। নীতা বলেছেন, ‘পারিবারিক আদালত পিটিশন ফাইলটি গ্রহণ করেছেন। চাহাল ও ভার্মা দুজনেই বিচ্ছ্বেদের সম্মতি দিয়েছেন। আদালত তা মেনে নিয়েছেন।’
২০২০ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন যুবি ও ধনশ্রী। লকডাউনের সময় ধনশ্রীর থেকে নাচের প্রশিক্ষণ নেন চাহাল। প্রশিক্ষণের সময় তাদের প্রেম হয়। পরে পূর্ণতা পায় বিয়েতে। এরপর একাধিকবার তাদের মধ্যে সম্পর্কে ফাটল নিয়ে গুঞ্জন তৈরি হয়। এবার হয়েই গেছে।
ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছিল, ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদ হলে চাহালকে ৬০ কোটি টাকা খোরপোশ দিতে হবে। তবে অত টাকা নয়। চাহালের পকেট থেকে যাবে ৪ কোটি ৭৫ লক্ষ ভারতীয় রূপি। ইতোমধ্যে ২ লক্ষ ৩৭ কোটি টাকা ধনশ্রীকে দিয়েছেন চাহাল। বাকি টাকা নিয়ে উভয় পক্ষের সম্মতিতে পরে মিটমাট করা হবে বলে খবর।
আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছ্বেদ হওয়ার মাঝেই নতুন প্রেমিকা নিয়ে ক্যামেরায় ধরা পড়েছেন চাহাল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে বেশ খুশি খুশি চেহারাতেই ধরা পড়েন ভারতের তারকা স্পিনার। ‘নতুন নারী’ নিয়ে খেলা দেখায় নেটিজেনদের ট্রলের শিকারও হয়েছেন।