Logo
Logo
×

খেলা

ভারতকে হারানোর লক্ষ্য নিয়ে শিলংয়ে পা রাখল বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৬:০৩ পিএম

ভারতকে হারানোর লক্ষ্য নিয়ে শিলংয়ে পা রাখল বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল দল শিলং পৌঁছেছে। আগামী ২৫ মার্চ অনুষ্ঠিত হবে এই অ্যাওয়ে ম্যাচ।

বাংলাদেশ দল আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট ধরে। কলকাতায় কয়েক ঘণ্টার বিরতির পর বিকেল ৪টায় তারা শিলং বিমানবন্দরে পৌঁছে। এরপর দলের খেলোয়াড়রা টিম হোটেলের উদ্দেশ্যে রওনা হন।

বাংলাদেশ দলে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। তিনি ছাড়াও দলে নতুন মুখ আছে আরও একটি। ফরোয়ার্ড আল আমিন হোসেন আছেন এই স্কোয়াডে।

এদিকে, বাংলাদেশ দলের ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড এখনো ঠিক হয়নি। কোচ এখনো সিদ্ধান্ত না নেওয়ায় ২৪ জন খেলোয়াড়কে ভারত নিয়ে যাওয়া হয়েছে। ২৪ মার্চ ম্যানেজার মিটিংয়ের পর চূড়ান্ত স্কোয়াড ঠিক হবে এবং একজনকে বাদ দেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম