শেষ মুহূর্তে বাদ ৩, যাদের নিয়ে ভারত গেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৪:৩৫ পিএম

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচের আগে দেশের মাটিতে সবশেষ অনুশীলনেও হাজির ছিলেন ২৭ জন। তবে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ম্যাচ স্কোয়াডে থাকবেন ২৩ জন, তাই দল থেকে খেলোয়াড় বাদ পড়ার বিষয়টি আগে থেকেই পরিষ্কার ছিল।
গত রাতে দুঃসংবাদ পান তিন ফুটবলার—আরিফ হোসেন, পিয়াস আহমেদ নোভা ও তাজ উদ্দিন। ভারতের বিপক্ষে খেলার স্বপ্ন দেখলেও শেষ মুহূর্তে বাদ পড়ে যান তারা। এতে স্কোয়াডে টিকে রইলেন ২৪ জন খেলোয়াড়।
কোচ হাভিয়ের কাবরেরা শুরুতে ৩০ জন ফুটবলারকে ডেকেছিলেন। প্রাথমিক স্কোয়াডে নতুন চারজন সুযোগ পেলেও শেষ পর্যন্ত দুজন বাদ পড়েন। ইতালিয়ান প্রবাসী ফাহামেদুল ইসলাম ঢাকায় আসেননি, তিনি তায়েফ থেকে সরাসরি ইতালি ফিরে গেছেন।
নতুন মুখের মধ্যে হামজা চৌধুরী ও আল আমিন দলে টিকে গেছেন। তবে ম্যাচের আগে স্কোয়াড ২৩ জনে নামিয়ে আনতে হবে। তাই ২৪ জনের এই তালিকা থেকে আরও একজন বাদ পড়তে পারেন।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ২৪ সদস্যের স্কোয়াড:
মিতুল মারমা, সুজন, মেহেদী হাসান শ্রাবণ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, মোহাম্মদ হৃদয়, সৈয়দ কাজেম কিরমানি, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন।