
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০২:৫২ পিএম
এক দিনেই জামালদের সঙ্গে মানিয়ে নিয়েছেন হামজা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৩:৫৫ পিএম

হামজা চৌধুরী বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন এক দিন হয়। এই এক অনুশীলন সেশনেই দলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন তিনি। এমনটাই মনে করছেনছ বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানা। তিনি প্রশংসা করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা চৌধুরীর।
সোহেল রানা বলেন, ‘হামজা খুব দ্রুত দলে মানিয়ে নিয়েছেন। মনে হচ্ছে, সে অনেকদিন ধরেই আমাদের সঙ্গে খেলছে। এটি ইতিবাচক দিক। যত দ্রুত আমরা, স্থানীয় খেলোয়াড়রা, হামজার সঙ্গে মানিয়ে নিতে পারব, ততই দলের জন্য ভালো হবে।’
বাংলাদেশ দল আজ সকালে ভারত সফরে গেছে। আগামী ২৫ মার্চ শিলংয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তারা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোহেল বলেন, ‘হামজা ড্রেসিংরুমের পরিবেশ দারুণ করেছে। সে খুব বিনয়ী এবং দলে ভালোভাবে মিশে গেছে। এটি একটি ভালো দিক। সে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হলেও তার মধ্যে কোনো অহংকার নেই। সে খুব ভালো মানুষ এবং কখনো আমাদের উপেক্ষা করে না। প্রতিটি খেলোয়াড়ের মধ্যে হামজার মতো গুণ থাকা উচিত।’
কিংসের এই মিডফিল্ডার বলেন, ‘আমরা নতুন বাংলাদেশ হিসেবে ভারতের বিপক্ষে খেলতে চাই, বিশেষ করে হামজার সঙ্গে। আমাদের লক্ষ্য জয় দিয়ে বাছাইপর্ব শুরু করা এবং সেই জয় হামজাকে উৎসর্গ করা। তার অন্তর্ভুক্তি আমাদের দলকে আরও শক্তিশালী করেছে। আমরা বিশ্বাস করি, ভারতের বিপক্ষে ভালো ফল করতে পারব।’
হামজার দলে যোগ দেওয়ায় সোহেলের মূল একাদশে থাকা অনিশ্চিত। তবে সোহেল এই প্রতিযোগিতাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘মিডফিল্ডারদের মধ্যে প্রতিযোগিতা থাকা দলের জন্য ভালো। এটি দলের প্রতিযোগিতা বাড়ায়, যা ইতিবাচক দিক। আমি মনে করি, প্রত্যেক পজিশনে এমন প্রতিযোগিতা থাকা উচিত।’
সোহেল আরও বলেন, ‘আমরা কোচের কৌশল অনুযায়ী খেলি, এবং আমি বিশ্বাস করি হামজাও তাই করবে। ফুটবলের ভাষা সবার জন্য এক। আমি নিশ্চিত, আমরা সবাই কোচের পরিকল্পনার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারব।’
হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করেন সোহেল। তিনি বলেন, ‘এটি ইতিবাচক পরিবর্তন। মনে হচ্ছে, হামজার অন্তর্ভুক্তির মাধ্যমে আমাদের ফুটবলের নতুন যুগ শুরু হয়েছে। তার উপস্থিতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল।’