
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ এএম
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুশি সাকিবের ছোটবেলার কোচ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৩:৫১ পিএম

ছবি: সংগৃহীত
অবশেষে নিষেধাজ্ঞামুক্ত সাকিব আল হাসান। বোলিং অ্যাকশন নিষিদ্ধ হয়েছিল। তৃতীয়বারের প্রচেষ্টায় পাস করেছেন পরীক্ষায়। তাতেই খুশির জোয়ার। বিসিবিও এক বিবৃতিতে নিশ্চিত করেছে তথ্যটি। এমন খবরে যারপরনাই খুশি হয়েছেন সাকিবের ছোটবেলার কোচ সাদ্দাম হোসের গোর্কি।
নিষেধাজ্ঞা কাটার কারণে এখন আর বাধা থাকল না। সাকিব চাইলে সব ধরনের ক্রিকেটে বোলিং করতে পারবেন। খেলতে পারবেন জাতীয় দলেও। সাকিবের কোচ গোর্কি খুশির খবর শুনে বিসিবিকে সেই অনুরোধও করলেন, ‘সাকিব এত বছর খেলেছে। ক্যারিয়ারের একেবারে শেষ সময়ে তার বোলিং অ্যাকশন অবৈধ ধরা পড়েছিল। সাকিব ফিরে আসল। বিয়ষটি খুব আনন্দের।’
গোর্কির চাওয়া এবার শেষের শুরুটা জাতীয় দলের জার্সিতে করার সুযোগ পাক সাকিব, ‘বিসিবি এবার তাকে বিবেচনা করতে পারে। এতবছর ক্রিকেট খেলেছে সে, দেশকে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছে।’
ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের বিষদ পরীক্ষার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে সাকিবের। অথচ, মাঝের সময়টাতে নিষেধাজ্ঞায় পড়া সাকিব মিস করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানতে চেয়েছিলেন দেশসেরা এই অলরাউন্ডার। এবার হয়ত আবারও বিশ্বসেরা অলরাউন্ডারকে মাঠের খেলায় দেখা যাবে।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, সাকিব তার বোলিং অ্যাকশন সংশোধন করেছেন। এর ফলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের প্রতিযোগিতামূলক সব কাউন্টি ক্রিকেট এবং দ্যা হান্ড্রেড থেকে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ইসিবি শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি বিস্তারিত মিডিয়া বিজ্ঞপ্তি আকারে জানাবে।’