
ছবি: সংগৃহীত
দীর্ঘ ৩৩ বছর হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আসাদুজ্জামান কোহিনুর। ১৯৯১ সাল থেকে এই দায়িত্ব পালন করে আসা কোহিনুরকে সরিয়ে দেওয়া হলো।
তার চেয়ারে বসলেন সাবেক হ্যান্ডবল খেলোয়াড় সালাহউদ্দিন আহমেদ। হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি হয়েছেন এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল সারোয়ার ফরিদ। এদিকে ১৮ বছর দায়িত্বে থাকার পর সরে যেতে হয়েছে রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলীকেও। রাগবির নতুন সাধারণ সম্পাদক করা হয়েছে আখতার জামানকে। আর সভাপতির দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল জহির।
পাঁচ ক্রীড়া ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে বুধবার। তাতে বাদ পড়েছেন আসাদুজ্জামান কোহিনুর ও মৌসুম আলীর মতো পুরোনো সংগঠকরা। এরআগে ক্রীড়াঙ্গনে সংস্কারের অংশ হিসাবে গত ১৫ নভেম্বর নয়টি ফেডারেশনে অন্তর্বর্তী সরকার অ্যাডহক কমিটি গঠন করেছিল।
এরপর ২৮ জানুয়ারি আরও সাত ফেডারেশন পায় অ্যাডহক কমিটি। কাল আরও পাঁচ ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করা হলো।