Logo
Logo
×

খেলা

পাকিস্তানের লিগ ছেড়ে আইপিএলে যোগ দেওয়ার কারণ জানালেন পেসার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৭:৩৩ পিএম

পাকিস্তানের লিগ ছেড়ে আইপিএলে যোগ দেওয়ার কারণ জানালেন পেসার

ছবি: সংগৃহীত

চলতি বছরে একই সময়ে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তাই দুই লিগের মধ্য থেকে যেকোনো একটিকে বেছে নিতে হচ্ছে ক্রিকেটারদের। এর মধ্যে প্রোটিয়া পেসার করবিন বশ প্রথমে পিএসএলে খেলার সিদ্ধান্ত নিলেও পরে নাম লিখিয়েছেন আইপিএলে।

বশের এমন সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া দেখা গেছে পাকিস্তানে। ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে আইনি নোটিশও পাঠিয়েছিল। সে নোটিশের জবাব দিয়ে বশ জানিয়েছেন তার পিএসএল ছেড়ে আইপিএলকে বেছে নেওয়ার কারণ।

বশ জানিয়েছেন, পিএসএলকে হেয় করার কোনো উদ্দেশ্য ছিল না তার। আর মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়া ছিল এই প্রোটিয়া পেসারের ক্যারিয়ারের জন্য অনেক বড় সিদ্ধান্ত। এমনিতেই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থান অনেক শক্ত ও দাপুটে। একইসঙ্গে বিশ্বব্যাপী বেশ কয়েকটি টুর্নামেন্টেও তাদের দল আছে। ফলে মুম্বাইয়ের সঙ্গে যুক্ত হওয়া বশের আরও টুর্নামেন্ট খেলার পথ খুলে দেবে। এছাড়া দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগেও মুম্বাই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন এই পেস অলরাউন্ডার।

এবারের পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমিতে খেলার কথা ছিল বশের। কিন্তু আইপিএলের আগমুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার লিজাড উইলিয়ামস চোট পাওয়ায় সেখানে যোগ দিয়েছেন তিনি। এদিকে বশের বদলি হিসেবে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটার মিচেল ওয়েনকে দলে নিয়েছে জালমি।

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম