Logo
Logo
×

খেলা

সাবিনাদের দেখানো পথে হাঁটার আশা হামজার

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৬:৩৬ পিএম

সাবিনাদের দেখানো পথে হাঁটার আশা হামজার

হামজা চৌধুরীর বাংলাদেশে আসাটা বড় এক আশা সঞ্চার করেছে বাংলাদেশের ফুটবলে। তিনি বাংলার ফুটবলে ‘মেসি’ হয়ে এসেছেন, এমনটাই ভাবনা অধিনায়ক জামাল ভূঁইয়ার। কিন্তু বাস্তবতাটা হচ্ছে, হামজা এসেছেন যে দলে, সে দল শিরোপায় হাত রাখেনি প্রায় ২২ বছর হতে চলল।

বাংলাদেশ ফুটবল দলের সবশেষ শিরোপাটা এসেছিল ২০০৩ সালে। ঘরের মাঠে সাফের ফাইনালে মালদ্বীপকে হারিয়ে এ শিরোপাটা জেতে বাংলাদেশ। 

বাংলাদেশ সবশেষ জিতেছে ২০০৩ সালে, বললে ভুল হবে। বাংলাদেশ নারী ফুটবল দল তো ঠিকই শিরোপা জিতেছে, তাও আবার টানা দুই বার! তাদের প্রশংসা করতে ভোলেননি হামজা চৌধুরী। 

তিনি বলেন, ‘নারী দলের বিষয়ে অনেক শুনেছি। আমি তাদের অভিনন্দন জানাতে চাই। সব ধরনের সাফল্যই ভালোভাবে উদযাপন করা উচিত।’

সে খবরটা কীভাবে পেয়েছেন, তাও জানিয়েছেন হামজা। তিনি বলেন, ‘আমার বাবা আমাদের পরিবারের মেসেজ গ্রুপে খবর জানাত, ছবি পাঠাত। সে থেকেই জানতে পেরেছি এ সম্পর্কে।’

তিনি এখন বাংলাদেশ পুরুষ দলের একজন সদস্য। সে সাফল্যটা কি নিজেরাও ছুঁয়ে দেখতে চাইবেন না? হামজা বললেন, ‘ইন শা আল্লাহ! আশা করি আমরাও নারী ফুটবল দলের পদাঙ্ক অনুসরণ করতে পারব।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম