
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ১১:০২ পিএম
হারিসের সুখবরে মন ভালো নেই শাহিন আফ্রিদির

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৫:৫৯ পিএম

আরও পড়ুন
পাকিস্তানের তারকা পেসার হারিস রউফকে সুখবর দিল আইসিসি। টি-টোয়েন্টির সাপ্তাহিক হালনাগাদে চার ধাপ এগিয়ে বোলারদের র্যাংকিংয়ে ২৬তম পজিশনে হারিস রউফ।
হারিস রউফের উন্নতির দিনে অবনতি হয়েছে পাকিস্তানের এই সময়ের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদির। তিনি এক ধাপ পিছিয়ে ২৯তম পজিশনে নেমে গেছেন।
পাকিস্তানের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলায় জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করে র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার জ্যাকব ডাফি। বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা দ্বাদশ স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
গত রোববার ক্রাইস্টচার্চে প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং উপহার দেন ৩০ বছর বয়সি ডাফি। ১৪ রান নেন ৪ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আরও দুইবার ম্যাচে ৪ উইকেট নেন তিনি, ১৫ ও ৩৩ রানে।
মঙ্গলবার ডানেডিনে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২০ রানে ২ উইকেট নেন ডাফি। সবশেষ ম্যাচে ২৩ রানে ২ উইকেট নিয়ে ২২ ধাপ অগ্রগতি হয়েছে বেন সিয়ার্সের। এই পেসারের অবস্থান এখন ৬৭তম।
এছাড়া ইশ সোধি ২ ধাপ এগিয়ে ৩৬তম পজিশনে আছেন। জ্যাকারি ফোকস ৪১ ধাপ এগিয়ে ৯০তম পজিশনে।
টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে প্রথম ১১টি স্থানে আসেনি কোনো পরিবর্তন। তালিকায় সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে যথারীতি শীর্ষে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই সবার ওপরে ভারতের হার্দিক পান্ডিয়া।