সন্তানসম্ভবা প্রেমিকার সঙ্গে ফের প্রতারণা নেইমারের?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৫:২৪ পিএম

সন্তানের সঙ্গে নেইমার ও বিয়ানকার্ডি
চোটের কারণে ফুটবল মাঠে অনুপস্থিত নেইমার। তবে মাঠের বাইরের কর্মকাণ্ডের জন্য ঠিকই খবরের শিরোনাম হচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের খবর, নেইমারের প্রেমিকা ব্রুনো বিয়ানকার্ডি পুনরায় সন্তানসম্ভাবা। এই জুটি একসঙ্গে দ্বিতীয় সন্তান প্রত্যাশা করছেন। কিন্তু এমন পরিস্থিতিতেই নাকি অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন তিনি।
ব্রাজিলের সংবাদমাধ্যম লিও দিয়াজ দাবি করেছে, প্রেমিকা বিয়ানকার্ডির সঙ্গে পুনরায় প্রতারণা করেছেন নেইমার। ঘটনা কিছুদিন আগের। সান্তোসে যোগ দেওয়ার পর নতুন করে ইনজুরিতে পড়েন তিনি। ম্যাচ খেলতে পারেননি। এর মধ্যে তাকে পার্টি মাতাতে দেখা যায়। যা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সমালোচনাও হয়।
ওই পার্টিতে বেশ আমোদফুর্তি করতে দেখা যায় নেইমারকে। সেখানে নারীও ছিল। নেইমার তাদের কারো সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন এমন অভিযোগ উঠেছে। যা কানে গেছে নেইমারের প্রেমিকা বিয়ানকার্ডির। তবে নেইমারের বাবা নেইমার সিনিয়র বিয়ানকার্ডিকে আশ্বস্ত করেছেন, নেইমার প্রতারণা করেনি।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৬ অক্টোবর নেইমার ও বিয়ানকার্ডির ঘর আলো করে কন্যা সন্তান মাভি আসে। বিয়ানকার্ডি প্রথমবার সন্তানসম্ভাবা থাকাকালীনও নেইমার তার সঙ্গে প্রত্যারণা করেছেন বলে অভিযোগ ওঠে। পরে তা সত্যও প্রমাণিত হয়।
বিয়ানকার্ডি সন্তানসম্ভাবা থাকাকালীন আমান্দা কিমবার্লির সঙ্গে প্রেমে জড়ান সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। পরে তারা বাবা-মা হতে যাচ্ছেন ওই ঘোষণাও দেন।
তবে বিয়ানকার্ডি সেবার ক্ষমা করে দিয়েছিলেন নেইমারকে। গত ডিসেম্বরে নেইমার ও বিয়ানকার্ডি ঘোষণা দেন যে, তাদের দ্বিতীয় সন্তান আসছে। যা নেইমারের চতুর্থ। সব ঠিক থাকলে বিয়ানকার্ডি দ্বিতীয় কন্যা সন্তানের মা হবেন এবং নেইমার তৃতীয় কন্যা সন্তানের বাবা হবেন।