Logo
Logo
×

খেলা

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে যা কথা হলো হামজার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৫:১১ পিএম

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে যা কথা হলো হামজার

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পা রাখার পর থেকেই ব্যস্ত সময় যাচ্ছে হামজা চৌধুরীর। দম ফেলার ফুরসত পাচ্ছেন না। ইংল্যান্ড থেকে সরাসরি সিলেটে পা রেখে ব্যস্ত সময় কাটিয়েছেন। এরপর ভারত ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় এসেছেন। এখানেও দারুণ ব্যস্ততায় সময় পার করছেন তিনি।

বুধবার (১৯ মার্চ) সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অংশ নিয়েছেন বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটোসেশনে। ফটোসেশন শেষে দুপুরে কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে উপস্থিত হন সংবাদ সম্মেলনে।

ফটোসেশন ও সংবাদ সম্মেলন শেষে হামজাকে ছুটতে হয়েছে নগর ভবনের দিকে। সেখানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দেখা করেছেন প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

এ সময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রতি আধুনিক ধারার দৃষ্টিভঙ্গি এবং আমূল পরিবর্তন নিয়ে আসার প্রয়াসকে প্রশংসিত করে ক্রীড়া উপদেষ্টাকে সাধুবাদ জানান হামজা। অন্যদিকে, হামজার অন্তর্ভূক্তি দেশের ফুটবলের জন্য আশা জাগানিয়া বলে মনে করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে।’

প্রসঙ্গত, ভারতের বিপক্ষে আগামী ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইপর্বে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচের জন্য আজ (বুধবার) রাতে শিলংয়ের উদ্দেশে দেশ ছাড়বে দল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম