হামজা ইস্যুতে সুনীল ছেত্রীকে খোঁচা দিলেন জামাল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৪:৫৯ পিএম

হামজা চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলবেন আর কিছু দিন পরেই। এশিয়ান কাপে খেলাকে পাখির চোখ করা ভারত এই ম্যাচের জন্য ফিরিয়ে এনেছে তাদের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি সুনীল ছেত্রীকে। যে কোনো মূল্যে ভারত হারটা এড়াতে চায় বাংলাদেশের বিপক্ষে।
এদিকে বাংলাদেশের স্কোয়াড হামজা চৌধুরীকে নিয়ে বেশ শক্তিশালী। সব মিলিয়ে এই লড়াইয়ের আগে ম্যাচটা সুনীল বনাম হামজা কি না, এমনটাও ভেবে বসাটা অস্বাভাবিক কিছু নয়। তবে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া জানালেন, এমন কিছুই হতে যাচ্ছে না। তিনি বলেন, ‘না, আমি মনে করি না ম্যাচটা সুনীল ছেত্রী ও হামজা চৌধুরীর মধ্যে হবে।’
আন্তর্জাতিক অঙ্গণে গোল করার জন্য বিশেষ খ্যাতি আছে সুনীল ছেত্রীর। ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে তার অবস্থান চারে, তার সামনে আছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি আর আলী দাইয়ী। সেঞ্চুরির কাছাকাছি গোল আছে ভারতীয় এ কিংবদন্তির।
তবে সেই সুনীলকে আজ একটা খোঁচা দিয়ে বসেন জামাল। তিনি বলেন, ‘তাদের দু’জনের তুলনা হয় না। সুনীল অনেক ভালো প্লেয়ার, সে তার দেশের হয়ে দারুণ অবদান রেখেছে। তবে হামজা প্রিমিয়ার লিগের প্লেয়ার।’
তাকে সঙ্গে নিয়ে ভারতকে হারানোর বিষয়ে বেশ আশাবাদী জামাল। তার কথা, ‘আমাদের মানসিকতা খুবই শক্তিশালী। কোচ যেমন বলেছেন, আমরা ভারতের মোকাবিলা করতে পুরোপুরি প্রস্তুত।’
ভারতের বিপক্ষে জয় ছাড়া কোনো কিছুই ভাবছে না বাংলাদেশ। তা সাফ জানিয়ে দিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘এখানে জেতা বা হারার প্রশ্ন, মাঝামাঝি কিছু নেই। এই কক্ষে থাকা প্রত্যেকেই ভারতকে হারাতে চায়। আমি মনে করি, এবার আমরা জিতব।’