‘হামজা ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে’

মোজাম্মেল হক চঞ্চল
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:৩৯ এএম

ছবি: সংগৃহীত
এর আগে মেসি, জিদানরা বাংলাদেশ ঘুরে গেছেন। তারা আসায় ক্ষণিকের জন্য হলেও ফুটবলে নতুন হাওয়া লেগেছিল। সেই হাওয়া যদিও বাংলাদেশের মৃতপ্রায় ফুটবলকে জাগিয়ে তুলতে পারেনি। এবার নায়কের আগমন।
মহানায়ক বললে বাড়াবাড়ি হবে না। হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে খেলবেন। তাকে নিয়ে সাবেক তারকা ফুটবলাররা উচ্ছ্বসিত।
জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির বলেন, ‘আসলে এই মুহূর্তে মন্তব্য করা ঠিক হবে না। খেলা দেখে বোঝা যাবে হামজা বাংলাদেশ দলের জন্য কতটা কার্যকর হবে। নিঃসন্দেহে বাংলাদেশের এ যাবৎকালের সেরা ফুটবল তারকা হামজা। দেশের জন্য খেলতে এসেছে। এটা বাংলাদেশের জন্য বড় পাওয়া। একটি কর্নার কিংবা ফ্রিকিক থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা হামজার রয়েছে বলে আমি বিশ্বাস করি। কিন্তু আমাদের দেখতে হবে দলের অন্যদের সঙ্গে হামজার বোঝাপড়া কেমন হয়। এখন টোটাল ফুটবলের যুগ। এখানে ব্যক্তিগতভাবে কিছুই করার নেই। তবে হ্যাঁ, হামজা যে মানের ফুটবলার, তাতে ওর কারিশমায় বাংলাদেশ দলের ভালো করার সম্ভাবনা রয়েছে। একটা নিখুঁত পাস খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।’
আরেক কানাডা প্রবাসী জাতীয় দলের সাবেক ফুটবলার মামুন জোয়ারদারের মন্তব্য, ‘সবার আগ্রহের কেন্দ্রবিন্দু এখন হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার। এই মানের আর কোনো ফুটবলারকে বাংলাদেশ পায়নি। কিন্তু আমার ভয় অন্য জায়গায়। হামজাকে নিয়ে যেভাবে মাতামাতি চলছে, তাতে না আবার দলের মধ্যে বিরূপ প্রভাব পড়ে। হামজা খেলতে এসেছে। কিন্তু তাকে নিয়ে বাফুফে কর্মকর্তা থেকে শুরু করে মিডিয়া যেভাবে বাড়াবাড়ি করছে, তাতে আমি আশ্চর্য হয়েছি। এয়ারপোর্টে দেখলাম কর্মকর্তারা ছবি তোলার জন্য ধাক্কাধাক্কি করছেন। বিশেষ করে মিডিয়া যেভাবে হামজাকে তুলে ধরেছে তাতে না আবার হিতে বিপরীত হয়।’
‘দলের মধ্যে বিরূপ মনোভাব তৈরি হতে পারে। খেলার আগেই জিতে গেছি-এই মনোভাব তৈরি হলে ফল ভালো হবে না। আমি মনে করি, হামজাকে অভ্যর্থনা জানানোর জন্য কর্মকর্তাদের না পাঠিয়ে বয়সভিত্তিক দলগুলো থেকে কয়েকজন ফুটবলার পাঠানো উচিত ছিল। তাতে বর্তমান ফুটবলাররা অনুপ্রাণিত হতো। ম্যাচের আগে একটা অনুশীলন ম্যাচ খেলাতে পারলে ভালো হতো। পুরো টিমকে একসঙ্গে পাওয়া যেত। কোচের জন্য দল নির্বাচনে সুবিধা হতো। সবকিছুর পরও বাংলাদেশ দলের জন্য আমার শুভকামনা থাকবে।’
জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি বলেন, ‘হামজার আগমন বাংলাদেশের জন্য অসাধারণ ব্যাপার। এত উঁচুমানের ফুটবলার দলে যোগ দেওয়ায় অন্যরা চাঙা হবে। সবাই যদি মাঠে ১০০ ভাগ দিতে পারে তাহলেই হামজার আগমন সার্থক হবে। আমাদের ফুটবলে যে খরা চলছে তাতে হামজা হয়তো শীতল পরশ বুলিয়ে দিতে পারবেন। সেজন্য হামজাকে ঠিকমতো গাইড করতে হবে। সেই সঙ্গে হামজার চাওয়াও পূরণ করতে হবে।’