
ছবি: সংগৃহীত
দাবা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক মাস্টার ও জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা এবং মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ। এশিয়ান জোনাল দাবা ৩.২ প্রতিযোগিতায় দুজনই চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এই যোগ্যতা অর্জন করেছেন।
মঙ্গলবার শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠিত মহিলা বিভাগে ওয়াদিফার প্রয়োজন ছিল ড্র। স্বদেশি আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদের সঙ্গে ড্র করে চ্যাম্পিয়ন হন তিনি। চ্যাম্পিয়ন হওয়ায় ওয়াদিফা সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টার হলেন।
এদিকে ওপেন বিভাগে ছিল নানা সমীকরণ। শেষ রাউন্ডে লংকান দাবাড়ু দিলশানের সঙ্গে ড্র করেন মনন।
অন্যদিকে, আরেক আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হারিয়ে দেন ফিদে মাস্টার ইমনকে। ফলে মনন সাত পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হন।
এশিয়ান জোনাল দাবায় ওপেন বিভাগে প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দ্বিতীয় হওয়ায় একটি আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়েছেন। তার প্রথম আইএম নর্মও দুই বছর আগে ঢাকায় এশিয়ান জোনালে।
আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিংয়ের পাশাপাশি তিনটি নর্ম প্রয়োজন। ইতোমধ্যে তাহসিনের দুটি নর্ম হয়েছে।