ফাহামিদুল ইস্যুতে বাফুফে সভাপতির সঙ্গে জরুরি বৈঠক ক্রীড়া উপদেষ্টার

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০১:১৪ এএম

ইতালিয়ান সিরি ডি’তে আলো ছড়িয়ে ফাহামিদুল ইসলাম ঢুকে গিয়েছিলেন জাতীয় দলের রাডারে। এশিয়ান কাপ বাছাইপর্বের ভারত ম্যাচের প্রাথমিক স্কোয়াডেও ছিলেন তিনি। তবে চূড়ান্ত দলে জায়গা হয়নি তার।
ফেনীর ছেলে ফাহামিদুল ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে খেলেন। তার ফুটেজ দেখেই মূলত তাকে দলে ডেকেছিলেন কোচ কাবরেরা। ১৮ বছর বয়সী এই ফুটবলার গত ১১ মার্চ দলে যোগ দেন।
প্রস্তুতি ম্যাচে একাধিক গোল করেছেন, করিয়েওছেন। অনুশীলনের ফুটেজেও দেখা গেছে, দারুণ সব ড্রিবলে ছিটকে দিচ্ছেন ডিফেন্ডারদের। সেই ফাহামিদুলকে দলে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা।
কেন তাকে চলে যেতে হলো, সে প্রশ্নের জবাবে কাবরেরা বলেন, ‘ফাহামিদুল আমাদের সঙ্গে ঢাকায় আসেনি। সে ভারত ম্যাচে থাকছে না। এক সপ্তাহের মতো দলের সঙ্গে অনুশীলন করেছে। সে খুবই প্রতিভাবান ফুটবলার। দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে দেখা হওয়ায় তাঁর জন্য ভালোই হলো। আসলে সে এখনো তরুণ, বাকিদের সঙ্গে মানিয়ে নিতে তার আরও সময় লাগবে। যে কারণে সে ইতালি ফিরে গেছে।’
তার এভাবে বাদ পড়ে যাওয়াটা ভালো চোখে নেননি দেশের ফুটবল সমর্থকরা। এরপর এ নিয়ে বিক্ষোভও হয়েছে বাফুফে ভবনের সামনে। যা নজর এড়ায়নি ক্রীড়া উপদেষ্টারও। বুধবার (১৯ মার্চ) তিনি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।
উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয় বিষয়টি। সেখানে বলা হয়, ‘ইতালির সিরি ‘ডি’তে খেলা প্রবাসী বাংলাদেশি ফুটবলার ফাহমিদুল ইসলাম ভারত ম্যাচের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন। সৌদি আরবের ক্যাম্পে যোগ দিয়ে মূল দলে না রাখায় ইতালি ফিরে গেছেন। তাঁর বাদ পড়াকে কেন্দ্র করে সমর্থকদের এক বিশাল অংশের আনিত অভিযোগের ভিত্তিতে বুধবার বাফুফে সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন ক্রীড়া উপদেষ্টা।’