Logo
Logo
×

খেলা

চ্যাপেলকে দেখেই রেগে আগুন সৌরভ, নেটফ্লিক্সের সিরিজে লংকাকাণ্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৮:০৯ পিএম

চ্যাপেলকে দেখেই রেগে আগুন সৌরভ, নেটফ্লিক্সের সিরিজে লংকাকাণ্ড

ভিডিও থেকে নেওয়া

নেটফ্লিক্সের সিরিজ ‘খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টারের’ শুটিং চলছে। এমন সময় হঠাৎ সেটে হাজির ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। সেটে ঢুকেই বললেন, ‘বেঙ্গল নিয়ে শো বানাচ্ছ, আর দাদাকে ডাকলে না?’

ডিরেক্টর কাঁচুমাচু হয়ে জানতে চাইলেন সৌরভ কোন চরিত্র অভিনয় করতে চান। পুলিশের উর্দি গায়ে চড়িয়ে সৌরভ বুঝিয়ে দিলেন পছন্দের চরিত্রের কথা। এরপর দেখা যায়, নির্মাতা সৌরভকে বোঝাচ্ছেন তার চরিত্র নিয়ে, ‘আপনি একজন সৎ ও কঠোর পুলিশ কর্মকর্তা। চোখে সেই আগ্রাসন থাকতে হবে।’

কিন্তু শান্ত মেজাজের সৌরভ কোনোভাবেই ক্যামেরার সামনে তার আগ্রাসী সত্তাকে আনতে পারছিলেন না। তখন নিজের ফেলে আসা ক্রিকেট ক্যারিয়ারে একটি মুখ স্মরণ করার চেষ্টা করেন, যাকে দেখলেই তার মেজাজ সপ্তমে চড়ে যায়। ‘সেই’ গ্রেগ চ্যাপেলের চেহারা মনে করতেই কাজ হয়ে যায়।

চ্যাপেল যখন ভারতের কোচের দায়িত্বে ছিলেন, তখন তার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিলেন সৌরভ। পরিণামে অধিনায়কত্ব হারানোর পাশাপাশি ওয়ানডে ও টেস্ট দল থেকেও বাদ পড়েছিলেন। স্বাভাবিকভাবেই চ্যাপেলের মুখ মনের ভেতর ভেসে উঠলে সৌরভের রাগ হওয়ারই কথা।

সৌরভের এই চ্যাপেলের কথা স্মরণ করে তেলেবেগুনে জ্বলে ওঠার দৃশ্যটি দেখা গেছে নেটফ্লিক্সের সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’–এর প্রোমোতে।  রাজনৈতিক ক্রাইম থ্রিলার ঘরানার এই সিরিজে ছোট্ট এক ‘ক্যামিও’তে পুলিশের ডিএসপির চরিত্রে অভিনয় করছেন সৌরভ। নেটফ্লিক্স ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে প্রোমোটি ছাড়া হয়েছে।

এই সিরিজে আরও অভিনয় করছেন কলকাতার সিনেমার কিংবদন্তি প্রসেনজিত চ্যাটার্জি, জিৎ, চিত্রাঙ্গদা সিং, পরমব্রত চ্যাটার্জি ও শাশ্বত চ্যাটার্জি। নীরাজ পাণ্ডের পরিচালনায় সিরিজটি আগামী ২০ মার্চ মুক্তি পাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম