
প্রিন্ট: ১৯ মার্চ ২০২৫, ০৩:৫৭ পিএম
মাসে ৬০ লাখ পেয়েও বাজে পারফরম্যান্স, তোপের মুখে পাকিস্তানি তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৭:৪৬ পিএম

আরও পড়ুন
পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক কয়েক বছরের পারফরম্যান্স খুবই হতাশজনক। ২০২৩ সালের বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। সদ্য শেষ হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই অবস্থা আসরের আয়োজকদের।
বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের এমন ছন্নছাড়া পারফরম্যান্সে রীতিমতো ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা। এই হতাশজনক পারফরম্যান্সের পর ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে না খেলে ক্লাব ক্রিকেট খেলছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তার এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে।
পাকিস্তানের সাবেক পেসার সিকান্দার বখত বলেছেন, ওরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মচারী, মাসে ৬০ লাখ টাকা বেতন পায়। তাই বোর্ডের আয়োজিত সব টুর্নামেন্টে তাদের অংশ নেওয়া উচিত। এটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিশ্চিত করা উচিত যে, খেলোয়াড়রা সব ম্যাচে অংশ নিবে। আপনি যদি ক্লাব ক্রিকেট খেলেন এবং বোর্ডের টুর্নামেন্টে না খেলেন, এর অর্থ হল আপনি বোর্ডকে অপমান করছেন।’
তিনি আরও বলেন , ‘এটা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিকে কঠোর হতে হবে। তিনি একজন ভদ্র মানুষ হিসেবে পরিচিত, তবে তাকে তার নীতি বদলাতে হবে। জানতে হবে, এখানে কী হচ্ছে। কঠোর হতে হবে। তাদের কেন্দ্রীয় চুক্তি বাতিল করুন।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিজওয়ানের অধিনায়কত্ব প্রত্যাশা অনুযায়ী ছিল না। তার ব্যাটিং পারফরম্যান্সও হতাশাজনক ছিল। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে তিনি ৩ ও ৪৬ রান করে আউট হন।
রিজওয়ানের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানের সাবেক পেসার সরফরাজ নওয়াজ বলেছেন, এটা অস্বীকার করার উপায় নেই যে ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। যখন আমি টস দেখছিলাম, তখন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছিল তিনি কোথাও হারিয়ে গেছেন। আমি জানি না এটা চাপের কারণে ছিল কিনা, কিন্তু তিনি সাধারণত যেরকম থাকেন, তখন তাকে সেরকম মনে হচ্ছিল না।’
তিনি আরও বলেন, ‘বাকি ম্যাচগুলোর তুলনায় তিনি একেবারেই চুপচাপ ছিলেন, কোনও কথা বলছিলেন না। জানি না সেখানে কী ভুল হয়েছে। পাকিস্তানের দল নির্বাচনও ছিল খুবই খারাপ।’ রিজওয়ান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে এই বিতর্ক আগামী দিনে আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে।