Logo
Logo
×

খেলা

১৭ বছরেই আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা, পেলেন বিশ্বকাপের টিকিট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৭:২০ পিএম

১৭ বছরেই আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা, পেলেন বিশ্বকাপের টিকিট

ওয়াদিফা আহমেদ

শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের নারী বিভাগে শিরোপা জয় করেছেন বাংলাদেশের ওয়াদিফা আহমেদ। এই টুর্নামেন্ট জয়ের মাধ্যমে দুটি সুখবর পেয়েছেন এই কিশোরী।

মঙ্গলবার (১৮ মার্চ) নবম রাউন্ডের খেলা শেষে সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদিফা। এতে নারী ফিদে মাস্টার থেকে নারী আন্তর্জাতিক মাস্টারে উন্নীত হয়েছেন ১৭ বছর বয়সি এই দাবাড়ু। এর মাধ্যমে আগামী জুলাইতে জর্জিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপেও খেলার যোগ্যতাও অর্জন করেছেন তিনি।

দাবায় ওয়াদিফা বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার। দেশের হয়ে প্রথম নারী আন্তর্জাতিক মাস্টারের খেতাব পেয়েছিলেন রানী। এরপর শামীমা সুলতানা ও শিরিন সুলতানা নাম লেখান এই তালিকায়।

নিয়ম অনুযায়ী, এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপে নারী ফিদে মাস্টারদের কেউ শিরোপা জিতলে সরাসরি নারী আন্তর্জাতিক মাস্টার খেতাব পান। এক্ষেত্রে নর্ম অর্জনের শর্তপূরণের বাধ্যবাধকতা থাকে না। এছাড়া, ২২০০ রেটিংয়ের পরিবর্তে ২০০০ হলেই হয়। ওয়াদিফার রেটিং এখন ২০৯৭।

অন্যদিকে ওপেন (ছেলেদের) বিভাগে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় চ্যাম্পিয়ন হয়েছেন। নবম রাউন্ডে শ্রীলঙ্কার লিয়ানাগে রানীন্দু দিলশানের সঙ্গে ড্র করা দাবাড়ু পেয়েছেন মোট সাত পয়েন্ট।

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় দাবা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা রয়েছে নীড়ের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম