স্থগিত ম্যাচের নতুন দিনক্ষণ নিয়ে অখুশি বার্সা, করবে আপিলও

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৬:০৬ পিএম

বার্সেলোনা ও ওসাসুনার মধ্যে স্থগিত হওয়া ম্যাচটি আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত সোমবার ঘোষণা করেছে। তবে বার্সেলোনা এই সিদ্ধান্তে অসন্তুষ্ট। এর বিরুদ্ধে এখন আপিল করবে ক্লাবটি।
ম্যাচটা মূলত হওয়ার কথা ছিল গত ৮ মার্চ। কিন্তু ম্যাচ শুরুর আগে ক্লাবের প্রধান চিকিৎসক কার্লেস মিনারো হঠাৎ মারা যান। এই কারণে ম্যাচটি স্থগিত করা হয়। এখন নতুন তারিখ নির্ধারণ করা হলেও বার্সেলোনা আপত্তি তুলেছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বার্সেলোনা নতুন তারিখের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছে। কারণ, ২৭ মার্চের আগে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, যেমন ব্রাজিলিয়ান রাফিনিয়া ও উরুগুয়ের রোনাল্ড আরাউহো, ২৫ মার্চ দক্ষিণ আমেরিকায় জাতীয় দলের হয়ে খেলবেন। এতে তারা বার্সেলোনায় ফিরে যথেষ্ট বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন না।
অন্যদিকে, ওসাসুনারও সমস্যা হতে পারে। কারণ, তারা ২৮ মার্চ অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ খেলবে।
বর্তমানে বার্সেলোনা লা লিগার শীর্ষে রয়েছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট সমান, তবে গোল ব্যবধানে এগিয়ে আছে কাতালান ক্লাবটি। তাদের একটি ম্যাচ হাতে রয়েছে, যা তাদের শিরোপার দৌড়ে এগিয়ে রাখতে পারে।