
প্রিন্ট: ১৯ মার্চ ২০২৫, ০১:০৪ পিএম
মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৫:৫৬ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের কনকর্ডিয়া কলেজ ওভালে ব্যাটিংয়ের সময় মৃত্যু হয়েছে এক ক্রিকেটারের। পাকিস্তানি বংশোদ্ভুত সেই ক্রিকেটারের নাম ক্রিকেটার জুনাইদ জাফর খান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমের কারণে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে তার ৪০ বছর বয়সী ওই ক্রিকেটারের। খেলা চলাকালে কনকর্ডিয়া কলেজ ওভাল এলাকার তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।
খেলার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জুনাইদ। তৎক্ষণাৎ মাঠে তার চিকিৎসার ব্যবস্থাও করা হয়। কিন্তু সব চেষ্টাই বিফলে যায়।
জানা যায়, ম্যাচে প্রথমে ৪০ ওভার ফিল্ডিং করেন জুনাইদ। এরপর যখন ৭ রানে ব্যাট করছিলেন, তখন মাঠেই অজ্ঞান হয়ে যান।
জুনাইদের আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছে তার দল ওল্ড কলেজিয়ান্স। তারা এক বিবৃতিতে জানায়, ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কনকর্ডিয়া কলেজের মাঠে ম্যাচ চলাকালীন দুর্ভাগ্যজনকভাবে তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে দক্ষিণ অস্ট্রেলিয়ায় তীব্র তাপপ্রবাহ চলছে। অ্যাডিলেড টার্ফ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী, ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনোভাবেই ম্যাচ আয়োজন করা যাবে না। এরপরও কেন খেলা হলো, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে।
তথ্যসূত্র: ডেইলি মেইল