Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে হিন্দু-মুসলিম সহিংসতা, ২৫ মার্চ নিয়ে কী ভাবছে বাংলাদেশ?

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৩:৫৩ পিএম

ভারতে হিন্দু-মুসলিম সহিংসতা, ২৫ মার্চ নিয়ে কী ভাবছে বাংলাদেশ?

ভারতের নাগপুরে মোগল সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে দেওয়ার দাবিতে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল সম্প্রতি এক বিক্ষোভ জমায়েত করে। যা কিছুক্ষণ পরই রূপ নেয় সহিংসতায়। এমন সহিংসতা এখন সারা দেশে ছড়িয়ে পড়ার শঙ্কাও করা হচ্ছে। 

আসছে ২৫ মার্চ বাংলাদেশ তাদেরই মাটিতে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলার কথা। ভেন্যু অবশ্য শিলংয়ে, যা নাগপুর থেকে অনেক দূরে। তবে সহিংসতা যদি সারা দেশ ছড়িয়ে পড়ে, তখন? সে কারণেই বাফুফে এখন নিবিড় পর্যবেক্ষণে রাখছে পরিস্থিতিটাকে। যদিও সব মিলিয়ে বাফুফের আশা, ম্যাচটা আগামী ২৫ মার্চ নির্দিষ্ট সময়েই মাঠে গড়াবে।

গত সোমবার বজরং দলের নেতৃত্বে হিন্দু জাতীয়তাবাদী দলগুলো সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করে। এর ফলে অঞ্চলটিতে নিরাপত্তা ও স্থিতি নিয়ে প্রশ্ন উঠে গেছে। এই সহিংসতায় সব মিলিয়ে হতাহতের সংখ্যা ৯ জন বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে এখন। 

বাংলাদেশের ম্যাচটা হবে শিলংয়ে। যা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ে অবস্থিত, এ অঞ্চলটি নাগপুর থেকে অনেক দূরে। তবে এরপরও বাফুফে পরিস্থিতিটা থেকে নজর সরাচ্ছে না, যদিও এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছে যায়নি ফেডারেশন।

বাফুফে সূত্র জানাচ্ছে, পরিস্থিতিটা এখনও দলের জন্য আতঙ্কের নয়। বাফুফের হাতে এখনও সময় আছে। সোমবার রাতের ঘটনা যেহেতু, বাফুফে এরপর থেকে পরিস্থিতিটা পর্যবেক্ষণে রেখেছে। তবে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। বাফুফে এখনও আশায় আছে, ম্যাচটা নির্দিষ্ট সময়েই মাঠে গড়াবে।

এমন পরিস্থিতিতে ফেডারেশনের সর্বোচ্চ প্রাধান্য পাবে খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তা। এএফসি ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই বাফুফে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

বাংলাদেশ এখন প্রস্তুতি নিচ্ছে ওই ম্যাচের। প্রতিপক্ষ ভারত বলে তো বটেই, আরও একটা কারণে বাংলাদেশের কাছে ম্যাচটা বিশেষ কিছু, এই ম্যাচ দিয়েই যে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর! বিষয়টা বাংলাদেশের সমর্থক তো বটেই, খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করেছে বেশ করে। 

এমন এক ম্যাচের আগে ভারতে এমন পরিস্থিতি ম্যাচটাকে খানিকটা হলেও শঙ্কায় ফেলেছে। তবে দুই দল ও তাদের সমর্থকরাই চাইবেন যেন পরিস্থিতিটা শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোয়, আর ২৫ মার্চের ম্যাচের আগে সব মনোযোগ থাকে ফুটবল মাঠেই। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম