Logo
Logo
×

খেলা

যে কারণে ফাহমিদুলকে দলে রাখেননি কোচ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০২:০১ পিএম

যে কারণে ফাহমিদুলকে দলে রাখেননি কোচ

ছবি: সংগৃহীত

সাড়া ফেলে দিয়েছিলেন ফাহমিদুল ইসলাম। ১০ মার্চ বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার পর থেকেই তরুণ ফুটবলারের দিকে ছিল চোখ। তবে কোচ হাভিয়ের কাবরেরার মন জয় করতে পারেননি। তাই ফিরতে হয়েছে ইতালিতে। যদিও ফাহমিদুলকে নিয়ে অন্য পরিকল্পনা কষছে বাফুফে। 

সৌদি আরব থেকে সকালে দেশে এসেছে বাংলাদেশ ফুটবল দল। কয়েক দিন সারবে অনুশীলন। এরপর এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে। ওই দলে স্বাভাবিকভাবেই থাকছেন না ফাহমিদুল। আগামী ২৫ মার্চ শিলংয়ে বসবে লড়াই। তার আগে দল গুছিয়ে নিচ্ছে কোচ।

ভারতের বিপক্ষে পরিকল্পনায় ছিলেন ফাহমিদুল। কাবরেরা আশার কথাও শুনিয়েছিলেন। তবে কয়েকটি পজিশনে চেষ্টা করেও ফাহমিদুল আশানুরূপ কিছু করে দেখাতে পারেনি। বয়স কম থাকার কারণে তাকে আপাতত চিন্তায় রাখছে না কোচ কাবরেরা।

দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘এটা (ফাহমিদুলকে বাদ দেওয়া) কোচের সিদ্ধান্ত। উনি তাকে লেফট ব্যাক, লেফট উইংসহ বিভিন্ন পজিশনে চেষ্টা করে দেখেছেন। ফাহমিদুলের অভিজ্ঞতার অভাব। তাকে বলে দেওয়া হয়েছে তোমাকে নিয়ে অন্যভাবে পরিকল্পনা করা হবে।’

তবে বাফুফের রাডারে রাখা হয়েছে ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে খেলা এই ফুটবলারকে। ফাহমিদুলের ফিরে যাওয়ার বিষয়ে আমের বলেছেন, ‘সে ইতালি ফিরে গেছে। আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না। আসলে ওর বয়স কম। ও এখনও জাতীয় দলে খেলার জন্য পরিপক্ব হয়ে উঠেনি। ওকে আরও সময় দিতে হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম