Logo
Logo
×

খেলা

শোক প্রকাশের পর জানা গেল খেলোয়াড় মারা যাননি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০১:০৬ পিএম

শোক প্রকাশের পর জানা গেল খেলোয়াড় মারা যাননি

ছবি: সংগৃহীত

ক্লাবের কোনো খেলোয়াড় মারা গেলে ম্যাচ শুরুর সময় শোক জানানো হয়। এটা রীতি হয়ে গেছে। বুলগেরিয়ার শীর্ষ স্তরের ক্লাব আরদা কারজালিও শোক জানিয়ে নীরবতা পালন করেছিল। কিন্তু বিপত্তি বাধে যার জন্য শোক প্রকাশ, সেই পেতকো গানচেভ জেগে ওঠায়।

লেভস্কি সোফিয়ার বিপক্ষে নিজেদের ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করে দুই দল। তবে ম্যাচের শেষদিকে জানা যায় মৃত্যুর খবরটি ভুয়া। ফেসবুকে গানচেভ নিজেই নিশ্চিত করে জানান, আমি বেচে আছি। ক্লাব তার ভুল মৃত্যু সংবাদ পেয়েছে।

এই ঘটনায় পরবর্তীতে ক্ষমা চায় ক্লাব কর্তৃপক্ষ। বিবৃতিতে দুঃখ প্রকাশও করেছে তারা।

বিবৃতিতে কারজালি লিখেছে, ‘আমাদের সাবেক খেলোয়াড় পেতকো গানচেভ ও তার আত্মীয়স্বজনের কাছে গভীরভাবে ক্ষমা চাচ্ছি। তার মৃত্যুর ভুল তথ্য পেয়েছিল ক্লাব। পেতকো গানচেভের আরও অনেক বছর সুস্বাস্থ্য কামনা করছি।’

সোফিয়ার বিপক্ষে ম্যাচটির ফল ড্রতে থেমেছে। ১৬ দলের লিগে পঞ্চম স্থানে আরদা। ইউরোপীয়ান ফুটবলে খেলার সুযোগ আছে। সোফিয়া তালিকার দুইয়ে আছে। তবে তারা টেবিল টপারের চেয়ে ১২ পয়েন্ট পেছনে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম