Logo
Logo
×

খেলা

এনওসি চেয়েছেন নাহিদ, বাকি দুজন খেলবেন পিএসএলে?

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:৫৭ এএম

এনওসি চেয়েছেন নাহিদ, বাকি দুজন খেলবেন পিএসএলে?

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম লিখিয়েছিলেন ৩৯ বাংলাদেশি। দল পেয়েছেন তিনজন—নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। এদের মাঝে নাহিদ বিসিবির কাছে এনওসি (অনাপত্তি পত্র) চেয়েছেন। বাকি দুজন এখনও আবেদন করেননি। তবে বিসিবি সূত্র জানিয়েছে, বোর্ডের কাছে খুব দ্রুতই তারা আবেদন করবেন।

পিএসএলের দশম সংস্করণ শুরু হবে এপ্রিলের ৮ তারিখ। ৬ দলের টুর্নামেন্টের পর্দা নামবে ১৯ মে। ওই সময়ে বাংলাদেশ জাতীয় দল ব্যস্ত থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে। পাকিস্তানের লিগটিতে গতিতারকা নাহিদকে গোল্ড ক্যাটাগরিতে টেনেছে পেশোয়ার জালমি এবং লিটন ও রিশাদকে সিলভার ক্যাটাগরিতে নিয়েছে লাহোর কালন্দার্স ও করাচি কিংস।

বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছেন, নাহিদ আবেদন করেছে। তবে আনুষ্ঠানিকতা সেরে এখনও আবেদন করেননি রিশাদ ও লিটন। তবে তারকা এই তিন ক্রিকেটারকে ছাড়তে বিসিবি কয়েকটি দিক ভাবছে।

গতকাল বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অব্শ্য তাদের খেলতে যাওয়ার ব্যাপারেই মত দিয়েছেন। টাইগার কাপ্তান বলেছেন, ‘আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক—সবকিছুর ওপর।’

Jamuna Electronics

Infostation
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম