Logo
Logo
×

খেলা

নাসির কি ক্রিকেটে ফিরছেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৯:২৮ পিএম

নাসির কি ক্রিকেটে ফিরছেন

বাংলাদেশ দলে সাবেক হয়ে যাওয়া তারকা ক্রিকেটার নাসির হোসেনের ক্যারিয়ারজুড়েই নানা বিতর্ক।

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে আইফোন ‘উপহার পাওয়ার তথ্য গোপন করায় তাকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি।

২০২৪ সালের জানুয়ারিতে পাওয়া সে নিষেধাজ্ঞা শেষ হবে আগামী মাসে। নাসিরের আবেদনের পরিপ্রেক্ষিতে তার ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা যেন কার্যকর না হয় এ জন্য আইসিসিতেও কথা বলেছে বিসিবি। সব ঠিক থাকলে ৭ এপ্রিল তার নিষেধাজ্ঞা শেষ হবে।

তাহলে চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও দেখা যেতে পারে নাসিরকে। ক্রিকেটে ফিরতে এরই মধ্যে অনুশীলনও শুরু করেছেন এই অলরাউন্ডার। প্রিমিয়ার লিগে নিজের ঠিকানা খুঁজে পাওয়ার প্রাথমিক আলাপও শুরু হয়েছে।

আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ–জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। জাতীয় দলের ক্রিকেটারদের তখন ঢুকে যেতে হবে আন্তর্জাতিক ক্রিকেটের আবহে। ওই সময় বিকল্প হিসেবে নাসিরকে দলে নেওয়ার কথা ভাবছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।

এ বিষয়ে জানতে চাইলে ক্লাবটির কোচ হান্নান সরকার বলেন, আগে তার নিষেধাজ্ঞা শেষ হোক। আমার সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে। কোচ, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে বাকি সিদ্ধান্ত নেব।

বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলা নাসির সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৮ সালের জানুয়ারিতে। এরপর ঘরোয়া লিগে পারফর্ম করলেও বিশৃঙ্খলার জন্য বেশি খবরের শিরোনাম হয়েছেন নাসির।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম