Logo
Logo
×

খেলা

বিশ্বকাপ বাছাই থেকেই ছিটকে গেল ব্রাজিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৫:০৭ পিএম

বিশ্বকাপ বাছাই থেকেই ছিটকে গেল ব্রাজিল

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই থেকেই ছিটকে গেল ব্রাজিল। 

গতকাল রোববার আঞ্চলিক বাছাই পর্বের ম্যাচে কানাডা নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছিল ব্রাজিল নারী ক্রিকেট দল। বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে ২৯ রানে হেরেছে আসর থেকে ছিটকে যায় ব্রাজিল।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯. ২ ওভারে ৮২ রানে অলআউট হয় কানাডা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন য়ামারপ্ল কর। তাছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন গর্ডিয়াল-জন ও থেসা লাভিয়া। জনের ব্যাট থেকে এসেছে ২৪ রান। আর লাভিয়া করেছেন ১০ রান।

১২০ বলে ৮৩ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৫৩ রানের বেশি করতে পারেনি ব্রাজিল। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেছেন মনিকে মাচাদো। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

এই আসরে তাদের পঞ্চম ম্যাচ এটি। পাঁচ ম্যাচে এক জয়ের বিপরীতে চার হার ব্রাজিলের। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে তারা। ফলে গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার সম্ভাবনা শেষ ব্রাজিলের। এখানেই শেষ হচ্ছে তাদের বিশ্বকাপের পথচলা। 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাপ পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও কানাডা। এ অঞ্চলের শীর্ষ দল গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করবে। সে দৌড়ে অনেকটাই এগিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা। ৫ ম্যাচ শেষে তাদের দুজনেরই পয়েন্ট সমান ৮ করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম