তাসকিনের একক হিরো হিসেবে সিনেমা করা উচিত: শাকিব খান

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৪:৪১ পিএম

সম্প্রতি ঢালিউড অভিনেতা শাকিব খানের প্রতিষ্ঠান ‘রিমার্ক’ বিশ্বের একশ বিলিয়ন ডলারের হালাল কসমেটিকস মার্কেটে প্রবেশ করেছে এবং বিএসটিআই সনদ লাভ করেছে। প্রতিষ্ঠানটির অন্যতম এই মাইলফলকে গত রোববার দুপুরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত হয় এক জমকালো অনুষ্ঠান। এ সময় শাকিব খানসহ উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, তামজিদ তামিম প্রমুখ।
এদিকে শাকিব খানকে স্বচক্ষে এবারই প্রথম দেখলেন তাসকিন আহমেদ। এ সময় বেশ আপ্লুতও হয়ে পড়েন তিনি। এ ক্রিকেটারকে জিজ্ঞাসা করা হয়, 'শাকিব খানের সঙ্গে সিনেমা করবেন কিনা?'—এর উত্তরে তাসকিন বলেন, ‘শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ। এখন সিনেমায় আসতে চাইলে শাকিব ভাই বলবেন অবসর নিয়ে এসো।’
এর পরই মঞ্চে উঠে তাসকিনকে নিয়ে কথা বলেন শাকিব খান। তাসকিনের সিনেমা প্রসঙ্গ তুলে এই মেগাস্টার বলেন, বিপিএলে তাসকিন খুব ভালো খেলেছে। সেও তো হিরো হয়ে গেছে। আমার সঙ্গে না, সিনেমা করলে তার একা হিরো হয়ে করা উচিত। সেই সঙ্গে বিপিএলে আমার টিম ঢাকা ক্যাপিটালসের হয়ে তানজিদ তামিম অনেক ভালো খেলেছে, সেও হিরো।
এদিকে আসছে ঈদে শাকিব খানের ‘বরবাদ’ মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে এ সিনেমার টিজার ও গান প্রকাশের পর সাড়া ফেলেছে অনুরাগীদের মনে। শাকিব বলেন, ‘আগে বাংলা সিনেমার টিজার ও গান নিয়ে দেশের মধ্যে আলোচনা হতো। এখন সারাবিশ্বের ফিল্ম ক্রিটিকসরা কথা বলেন। এর মানে বোঝা যাচ্ছে— আমাদের সিনেমা বিশ্বের মানুষের নজরে রয়েছে। আমি সবসময় এটাই চেয়েছিলাম। ‘বরবাদ’ মুক্তির পর যারা দেখবেন, পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি।’
বরবাদ সিনেমায় আরও যারা অভিনয় করেছেন, এর মধ্যে টালিউডের যিশু সেনগুপ্ত। আছেন শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হওয়া অভিনেত্রী ইধিকা পাল। সেই সিনেমা জনপ্রিয় হয়েছিল শাকিব-ইধিকা জুটি। এবার বরবাদে ইধিকা পাল অভিনয় করেছেন নিতু চরিত্রে। অন্য চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।