-67d7e45e96841.jpg)
ছবি: সংগৃহীত
নাহিদ রানা। বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির পেসার। গতি দিয়ে যিনি এরইমধ্যে গোটা ক্রিকেই বিশ্বেই সাড়া ফেলে দিয়েছেন। সেই তার সামনে এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ। পিএসএলের ড্রাফটে দল পেয়েছেন এই পেসার। যদিও এখন তার খেলা না খেলা নির্ভর করছে বিসিবির ওপর।
বিসিবি এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও নাহিদ রানার পিএসএলে খেলায় সম্মতি আছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।
চলমান ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীতে শান্তর সতীর্থ নাহিদ রানা। ডিপিএল শেষে পিএসএল খেলতে যাওয়ার কথা নাহিদের। এ ব্যাপারে শান্তর ভাবনা জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক—সবকিছুর ওপর।’
ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার গুরুত্বের কথা তুলে ধরে শান্ত বলেন, ‘আমার মনে হয়, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে একটা অভিজ্ঞতা তৈরি হবে এবং ওই দায়িত্বটা নেওয়া শিখবে। বাইরের যে ক্রিকেটাররা আছে, তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে। আশা করব, এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে।’
গতি দিয়ে আলোচনায় আসা নাহিদকে নিয়ে শান্ত আরও বলেন, ‘সে (দেশের ক্রিকেটের) খুব ভালো সম্পদ। আমরা দেখছি বিশ্ব ক্রিকেটে কীভাবে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। সবচেয়ে ভালো দিক যে জাতীয় দলের ফিজিও এবং আবাহনীর হয়ে যারা কাজ করছে, তারা তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব ভালোভাবে মেইন্টেন করছে। সে ওইভাবেই ম্যাচ খেলছে। আল্লাহ্র রহমতে এখন পর্যন্ত ফিট আছে। এনার্জিটা ধরে রেখেছে।’