
ছবি: সংগৃহীত
মুখে হাসি লেগেই ছিল হামজা চৌধুরির। উৎসুক জনতা আর সাংবাদিকদের ভিড় ঠেলে বের হতে হতেই জানালেন, এই অনুভুতি ভাষায় প্রকাশ করার মতো নয়। একই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ডিফেন্ডার জানিয়েছেন, ভারতকে হারিয়ে দিয়েই সামনে এগোবেন।
সোমবার পৌনে ১২ টায় দেশের মাটিতে পা রাখেন হামজা। জানা যায়, বাংলাদেশ সময় রাত ২টায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইটে রওনা হন। বিমানবন্দরে হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টে আগে থেকেই উপস্থিত ছিল বাফুফের ৭ জন নির্বাহী সদস্য। যারা হামজাকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।
এসময় বিমানবন্দরে ভিড় করেন সাংবাদিকেরা। এখান থেকে হবিগঞ্জের স্নানঘাটে যাবেন হামজা। দেশের মাটিতে পা রেখে তাৎক্ষণিক এক বক্তব্যে হামজা বলেন, ‘দারুণ লাগছে। আমার হৃদয় পূর্ণ। লম্বা সময় পর ফিরেছি।’
ভারত ম্যাচ নিয়েও প্রশ্ন শোনেন হামজা। সেই প্রশ্নের উত্তর দেন সিলেটি ভাষায়, ‘ইনশাল্লাহ আমরা উইন করব। বড় স্বপ্ন আছে আমাদের। কোচের সঙ্গে কথা বলবো। আর ভারতকে হারিয়ে সামনে এগিয়ে যেতে পারবো।’
আগামী ২৫ মার্চ বাংলাদেশের হয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার কথা রয়েছে হামজার। সব ঠিক থাকলে মঙ্গলবার রাতে হামজা আসবেন ঢাকায়। পরের দিন অফিসিয়াল সংবাদ সম্মেলন। ২০ তারিখ দলের সঙ্গে উড়াল দেবেন ভারতে।