
প্রিন্ট: ২০ মার্চ ২০২৫, ১০:৩৭ এএম
পিএসএল ছেড়ে আইপিএলে বোশ, কড়া ব্যবস্থা নেবে পিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১০:৫৮ এএম

ছবি: সংগৃহীত
আইপিএলে দল পাননি, তাই পিএসএল ড্রাফটে নাম লেখান কোরবিন বোশ। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দলও পেয়ে যান। ডায়মন্ড ক্যাটাগরি থেকে পেশোয়ার জালমির দলে চুক্তি সারেন। কদিন আগে তাকে টেনে নেয় ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। তাতেই বেড়েছে বিড়ম্বনা। বিষয়টি মোটেও ভালো লাগেনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের। প্রোটিয়া তারকারকে আইনি নোটিশও পাঠিয়েছে পিসিবি।
পিএসএলে ডায়মন্ড বিভাগে বেতন ৬০ হাজার থেকে ৮৫ হাজার ডলার পর্যন্ত ছিল। আইপিএলে বোশ তার নিলামের বেসপ্রাইস ৭৫ লাখেই চুক্তিবদ্ধ হয়েছে। চোট পেয়ে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় লিজার্ড উইলিয়ামস। তার বদলি হিসেবে বোশকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে পিসিবির বাগড়ায় বিড়ম্বনায় পড়েছে আইপিএল।
চুক্তি ভঙ্গের অভিযোগ এনে প্রোটিয়া ক্রিকেটারের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে পিসিবি। অফিসিয়াল বিবৃতিতে তারা বলেছে, ‘লিগ্যাল নোটিশটি বোশের এজেন্টের মাধ্যমে পাঠানো হয়েছে। এই খেলোয়াড়কে তার পেশাদার এবং চুক্তিভিত্তিক প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ার কারণ দর্শাতে বলা হয়েছে। ‘
বোর্ড আরও বলেছে যে, তারা যথাসময়ে বোশের কাছ থেকে উত্তর আশা করছে। পিসিবি ম্যানেজমেন্ট কড়া ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।
শেষ পর্যন্ত বোশ আইপিএল না পিএসএল—কোনটাকে বেছে নেবেন, তা এখনও অনিশ্চিত। পিসিবির আইনি নোটিশের জবাব এখনও দেননি প্রোটিয়া তারকা।