
প্রিন্ট: ২২ মার্চ ২০২৫, ০৮:৫৭ এএম
জাতীয় দলের কোচ না করায় সুজনের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৯:৩৮ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
নতুন বিসিবির অধীনে ক্রিকেটে দেশি কোচদের গুরুত্ব বেড়েছে। জাতীয় দলের সহকারী কোচ হিসেবে আছেন মোহাম্মদ সালাহউদ্দিন। নারী দলে এখন দেশি কোচদেরই ছড়াছড়ি। এরপর বয়সভিত্তিক পর্যায় ও জাতীয় দলের পাইপলাইন তৈরি করার ক্ষেত্রেও দেশি কোচদের গুরুত্ব বাড়ছে। বাংলাদেশ ক্রিকেটে যখন চলছে দেশি কোচদের গণজোয়ার। তখন সেখানে নিজেকে না দেখতে পেয়ে খানিকটা আক্ষেপই ঝরে পড়ল সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের কণ্ঠে।
ভবিষ্যতের জন্য দেশি কোচদের প্রস্তুত রাখতে জাতীয় দলের কোচিং প্যানেলের ছায়া কোচিং টিম করার দাবি সুজনের। মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবের এই কোচ জানিয়েছেন তার সেই ভাবনার কথা।
বিসিবি থেকে পদত্যাগ করা সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় প্রধান কোচ যিনি হবেন বাংলাদেশ ক্রিকেটের তার অধীনে আরও একটা ছায়া কোচিং টিম লাগবে। যারা জাতীয় দলের তারা সফরে যাবে। একটা ছায়া কোচিং টিম খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। যারা ফিল সিমন্স বা যিনি প্রধান কোচ থাকবে তার সঙ্গে কাজ করবে বা যিনি ব্যাটিং কোচ বা স্পিন বোলিং কোচ তার সঙ্গে কাজ করে।’
ব্যাখ্যা হিসেবে সুজন বলেন, ‘আপনি যখনই চলে (সফরে) যাবেন তখন ছেলেগুলোকে পরিচর্যা করা গুরুত্বপূর্ণ। আপনাকে মনে রাখতে হবে আপনার ১৫ জনের একটা স্কোয়াড আছে, আরও ১৫ জন খেলোয়াড়কে আপনার তৈরি রাখতে হবে। এর মধ্যে অফ ফর্ম হবে, ইনজুরি হবে অনেক কিছুই হতে পারে।’
জাতীয় দলের কোচিং প্যানেলে তাকে দেখা যাচ্ছে না কেন, সেই প্রশ্নে সুজন বলেন, ‘বিসিবি হয়তো আমাকে যোগ্য মনে করে না সেরকম বড় কোচের ব্যাপারে। আমি ওইটা নিয়ে চিন্তিত না। যদি কোনো সময় ডাকে আমি চিন্তা করব। আমাকে এখনও সেভাবে বলা হয়নি। সত্যি বলতে আমার পেশাটাই কোচিং। এটা গুরুত্বপূর্ণ না। কোচ এখন অনেক তৈরি হচ্ছে বাংলাদেশে। আমরা সবার উপর বিশ্বাস রাখতে পারি, আমাকেই করতে হবে এমন না। তরুণ যারা কোচ এসেছে তারা খুব ভালো করছে। আমার কথা হচ্ছে একটা ছায়া কোচিং প্যানেল তৈরি করা উচিত আসলে।’
নতুন বিসিবির কেন্দ্রীয় চুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন সুজন। বলেন, ‘একটা প্রশ্ন ছিল শামীম পাটোয়ারিকে কেন আমরা কেন্দ্রীয় চুক্তিতে রাখলাম না। এরকম ১৫ জন খেলোয়াড়কে যদি আপনি চুক্তি দিয়ে...তারা বিসিবির সাথে অনুশীলন করবে, জাতীয় দলের শোকেজ অনুশীলন করবে। যখন প্রিমিয়ার লিগ, বিপিএল, প্রথম শ্রেণির সময় এসব খেলবে কিন্তু তারা সবসময় একটা অনুশীলনের মধ্যে থাকবে, স্কাউটিংয়ের মধ্যে থাকবে। তারা কী করছে, তাদের ডায়েট কী হবে তাহলে জাতীয় দলের পরবর্তী লাইন আপ কিন্তু পাবেন।’