Logo
Logo
×

খেলা

দলের ভরাডুবির পরও তামিমের প্রশংসায় শাকিব খান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১০:৩৪ পিএম

দলের ভরাডুবির পরও তামিমের প্রশংসায় শাকিব খান

তানজিদ হাসান তামিম ও শাকিব খান

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলের মালিকানায় দেখা গেছে শাকিব খানকে। এই বছরের বিপিএলে ঢাকা ক্যাপিটালস দলের কর্ণধার ছিলেন দেশের চলচ্চিত্র জগতের এই পরিচিত মুখ। যদিও টুর্নামেন্টে তার দল খুব একটা আলো ছড়াতে পারেনি। সাত দলের টুর্নামেন্টে তার ষষ্ঠ স্থান অধিকার করে।

তবে ঢাকা ক্যাপিটালসের ভরাডুবি হলেও দলটির ওপেনিং ব্যাটার তানজিদ হাসান তামিম ছিলেন ব্যতিক্রম। ব্যাট হাতে বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়েছেন। টুর্নামেন্টে তার ৩৬ ছক্কা গ্যালারিতে আঁছড়ে পড়েছে। ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে ৪৮৫ রান নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন জুনিয়র তামিম।

টুর্নামেন্টের দেড় মাস পেরিয়ে গেলেও শাকিব খান মনে রেখেছেন তানজিদ তামিমের বিস্ফোরক ব্যাটিং। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে রোববার (১৬ মার্চ) একটি অনুষ্ঠানে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়ক বলেন, ‘তানজিদও নায়ক। আমার খুব পছন্দের। আমি যখন দেখতাম আমার দলের খেলায়... যদিও হেরেছি। অসুবিধা নেই। তার ব্যাটিং দেখে চমৎকার লাগত।’

এবারের বিপিএলে তামিমের ব্যাটে নিয়মিত ঝড় উঠলেও ঢাকার পারফরম্যান্স ছিল হতাশায় ঘেরা। টুর্নামেন্টে ১২ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয়ের দেখা পায় দলটি, বাকি ৯ ম্যাচেই ফল পক্ষে আসেনি। এতে ১২ ম্যাচ থেকে স্রেফ ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে রাজধানী ঢাকার প্রতিনিধিত্বকারী এই দল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম