Logo
Logo
×

খেলা

সরকারবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা, পাশে দাঁড়ালেন জোকোভিচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৫:৪০ পিএম

সরকারবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা, পাশে দাঁড়ালেন জোকোভিচ

নোভাক জোকোভিচ

দেশের মানুষ যখন নিজেদের অধিকার আদায়ের ন্যায্য লড়াইয়ে পথে নামেন, তখন তারকা ক্রীড়াবিদদের পক্ষে হাত গুটিয়ে বসে থাকা সম্ভব হয় না। এই যেমন তর্কসাপেক্ষে সার্বিয়ার ক্রীড়াজগতের সবচেয়ে বড় তারকা নোভাক জোকোভিচ দেশটিতে চলমান ছাত্র আন্দোলনে সমর্থন দিয়েছেন।

সরকারের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে শনিবার (১৫ মার্চ) সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের রাস্তায় নেমেছেন লাখো ছাত্র-জনতা। সরকারি হিসেব মতে, প্রায় ১ লাখ ৭ হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সার্বিয়ার রাস্তায় গতকাল রাতে জড়ো হয়েছিলেন ৩ লাখ ২৫ হাজার মানুষ।

গত ১৫ নভেম্বর নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। এ দুর্ঘটনার পরই শুরু হয় সরকারবিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রদের দাবি, স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না।

চলমান এই ছাত্র আন্দোলনে নিজের উপস্থিতি জানান দিয়ে জোকোভিচ নিজের ইন্সটাগ্রামে ছবি এবং ভিডিও স্টোরি দিয়েছেন। তাতে লিখেছেন ‘ইতিহাস! অসাধারণ’।

এর আগে গত জানুয়ারি মাসেও সার্বিয়ার ছাত্রদের পাশে নিজের অবস্থান জানান দিয়েছিলেন জোকোভিচ। সহজভাবেই বলেছিলেন, ‘কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে আমি বসে থাকতে পারি না।’

টেনিসের ইতিহাসে পুরুষ এককে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ডস্ল্যামের মালিক জোকোভিচ। ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে দেশের হয়ে জিতেছেন স্বর্ণপদক। অনেকেরই মতে সার্বিয়ার ইতিহাসে সবচেয়ে নামী ক্রীড়াব্যক্তিত্ব নোভাক জোকোভিচ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম