
থিবো কোর্তোয়া
বিশ্বের অন্যতম সেরা গোলকিপার থিবো কোর্তোয়া। ক্লাব পর্যায়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের গোলপোস্ট সামলান তিনি। কিন্তু দুর্দান্ত পারফরম্যান্সের পরও আন্তর্জাতিক পর্যায়ে তার ক্যারিয়ারের ঘোর অনিশ্চয়তায় পড়ে যায়। বেলজিয়ামের সাবেক কোচ ডোমেনিকো টেডেস্কোর সঙ্গে মতবিরোধের কারণে দল থেকে দূরে সরে গিয়েছিলেন তিনি।
তবে নতুন কোচ রুদি গার্সিয়ার অধীনে ফের বেলজিয়াম স্কোয়াডে ডাক পেয়েছেন কোর্তোয়া। শুক্রবার নেশনস লিগ প্লে-অফের জন্য ঘোষিত বেলজিয়াম স্কোয়াডে জায়গা হয়েছে তার। অন্যদিকে ইউরো ২০২৪-এ বেলজিয়ামের মূল গোলকিপার হিসেবে খেলা কোয়েন কাস্তিলস দলে নেই।
কোর্তোয়া ও সাবেক কোচ টেডেস্কোর মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয় গত বছর, যখন বেলজিয়াম অধিনায়কত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ছিল, টেডেস্কো তাকে অধিনায়ক না করায় কোর্তোয়া দল ছেড়েছিলেন। যদিও পরে কোর্তোয়া দাবি করেন, তিনি চোটের কারণে ছিটকে গিয়েছিলেন।
এরপর আগস্টে কোর্তোয়া স্পষ্ট জানিয়ে দেন যে, টেডেস্কো দলে থাকলে তিনি বেলজিয়ামের হয়ে খেলবেন না। জানুয়ারিতে টেডেস্কোকে বিদায় জানায় বেলজিয়াম ফুটবল ফেডারেশন এবং নতুন কোচ হিসেবে দায়িত্ব নেন রুদি গার্সিয়া, যার হাত ধরেই দলে ফিরলেন কুর্তোয়া।
বেলজিয়ামের স্কোয়াড
গোলরক্ষক: থিবো কোর্তোয়া, সেনে ল্যামেন্স, ম্যাটজ সেলস, মার্টেন ভান্ডেভোর্ত।
ডিফেন্ডার: টিমোথি কাস্তানে, জেনো ডেবাস্ট, ডি কুইপার, কোনি ডে উইন্টার, ওয়াউট ফায়েস, ব্র্যান্ডন মিশেলে, থমাস মুনিয়ের, আর্থার থিয়েটে।
মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা, ব্রায়ান হেইনেন, জোর্থি মোকিও, নিকোলাস রাসকিন, ইউরি টিলেমানস, হ্যান্স ভানাকেন।
ফরোয়ার্ড: চার্লস ডি কেটেলারে, জেরেমি ডকু, মালিক ফোফানা, রোমেলু লুকাকু, ডোডি লুকাবাকিও, লোইস ওপেন্ডা, আলেক্সিস সায়েলেমেকার্স, লিয়ান্দ্রো ট্রসার্ড।