Logo
Logo
×

খেলা

হৃদয়-মিরাজ-তাসকিনে ভর করে মোহামেডানের বড় জয়

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৫:৫০ পিএম

হৃদয়-মিরাজ-তাসকিনে ভর করে মোহামেডানের বড় জয়

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৯৪ রানে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে। ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রূপগঞ্জের ব্যাটিং লাইনআপ চাপের মুখে ভেঙে পড়ে এবং মাত্র ১৫৯ রানেই অলআউট হয়ে যায়।  

এর আগের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৮ উইকেটের জয় পাওয়া রূপগঞ্জ এই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়। টপ অর্ডার একেবারেই ব্যর্থ হয়। তানজিদ হাসান (১১), সৌম্য সরকার (০) ও সাইফ হাসান (১১) দ্রুত ফিরে যান। এরপর মিডল অর্ডারেও ধস নামে। আফিফ হোসেন (১৪) ও অধিনায়ক আকবর আলী (৪) হতাশ করেন।  

কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন জাকের আলী (২৫) ও শেখ মেহেদি (৪৩), কিন্তু মোহামেডানের বোলিং তোপের সামনে সেটাও যথেষ্ট ছিল না। মেহেদি হাসান মিরাজ ৩০ রান খরচায় ৪ উইকেট নেন, আর তাসকিন আহমেদ ৩৫ রানে ৩ উইকেট নিয়ে রূপগঞ্জের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেন।

এর আগে ব্যাট করতে নেমে মোহামেডান ২৫৩/৯ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন তৌহিদ হৃদয়। এছাড়া রনি তালুকদার (৩৬) ও মাহিদুল ইসলাম অঙ্কন (৪২) গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রূপগঞ্জের পক্ষে শরিফুল ইসলাম বল হাতে উজ্জ্বল ছিলেন, ৫৪ রানে ৪ উইকেট নেন তিনি।  

তবে বোলারদের সেই প্রচেষ্টা রূপগঞ্জের ব্যাটারদের ব্যর্থতার কারণে বৃথা যায়, ফলে মোহামেডান সহজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম