Logo
Logo
×

খেলা

তিন পেসারের ইনজুরি, আইপিএল শুরুর আগেই লক্ষ্ণৌয়ের মাথায় হাত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৪:৩৭ পিএম

তিন পেসারের ইনজুরি, আইপিএল শুরুর আগেই লক্ষ্ণৌয়ের মাথায় হাত

ছবি: সংগৃহীত

আইপিএল শুরু হতে আর বেশিদিন বাকি নেই। দলগুলো প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু প্রস্তুতির শুরুতেই মাথায় আকাশ ভেঙে পড়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের। দলটির তিন স্থানীয় পেসার চোট নিয়ে ধুঁকছেন।

তিন পেসার হলেন-মায়াঙ্ক যাদব, আভেশ খান, মহসিন খান। চোটের কারণে তাদের কারোই আইপিএলের শুরু থেকে মাঠে নামা নিশ্চিত নয়। এর মধ্যে গত মৌসুমে ক্রিকেটপ্রেমীদের গতির ঝলকে তাক লাগিয়ে দেওয়া মায়াঙ্ক আইপিএলের প্রথমভাগে মাঠেই নামতে পারবেন না।

এদিকে ক্রিকবাজ বলছে হাঁটুর ইনজুরির কারণে বর্তমানে রিহ্যাবে আছেন আভেশ খান। মায়াঙ্ক যাদবের মতো তারও সময় পার হচ্ছে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে। আপাতত সমস্যা সমাধানে ইনজেকশন নিচ্ছেন তিনি। রঞ্জি ট্রফিতে  কেরালার বিপক্ষে মধ্যপ্রদেশের হয়ে সবশেষ খেলেছেন তিনি। চলতি বছরের শুরুর দিকে সবশেষ খেলেছিলেন প্রতিযোগিতামূলক ক্রিকেট। 

অন্য পেসার মহসিন খানের ইনজুরি নিয়ে অবশ্য বিস্তারিত কিছু জানা যায়নি। সবশেষ তিনি খেলেছিলেন বিজয় হাজারে ট্রফির ম্যাচে। চণ্ডীগড়ের বিপক্ষে উত্তর প্রদেশের হয়ে ৫ ওভার বল করে উঠে যেতে হয় তাকে। আগামী সপ্তাহের মাঝেই তিনি পুরো ফিট হয়ে উঠবেন কি না তা নিয়ে আছে প্রশ্ন। 

শুধু পেসাররাই নয়, লক্ষ্ণৌয়ের পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শও চোটের সঙ্গে লড়ছেন। পুরোপুরি ফিট হতে না পারায় আইপিএলে তিনি শুধু ব্যাটার হিসেবে খেলবেন।

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম