চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়লেন রোহিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:৫৭ এএম
-67d508ca195e2.jpg)
ছবি: সংগৃহীত
কদিন আগেও ব্যাপক সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। কেন অবসর ঘোষণা দিচ্ছেন না সেই প্রশ্ন উঠে গিয়েছিল। তবে এখন সেই তাকে নিয়েই হচ্ছে মাতামাতি। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের জয়ের নায়ক যে তিনিই।
ভারতকে আরও একটি বৈশ্বিক শিরোপা জিতিয়ে দেশে ফিরেই স্ত্রী ও পরিবার নিয়ে বেরিয়ে পড়েছেন রোহিত। লম্বা সময় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পরিবারকে সময় দিতে পারেননি তিনি। আগামী ২২ মার্চ আইপিএল শুরু হলে ফের ব্যস্ততা বাড়বে। যে কারণে মাঝের এই সময়টা কাজে লাগাচ্ছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফিরেই পরিবার নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছেন ভারতীয় অধিনায়ক। ছুটি কাটাতে মালদ্বীপে গেছেন তিনি। সেই ছবি পোস্ট দিয়ে ভক্তদেরও জানাচ্ছেন; কতটা ভালো সময় কাটছে তার।
স্ত্রী রিতিকা, কন্যা সামাইরা এবং পুত্র অহানকে নিয়ে মালদ্বীপের ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করছেন রোহিত। যেখানে তাদের কখনও বিলাসবহুল জাহাজে, কখনও সমুদ্রসৈকতে আবার কখনও স্ত্রী-সন্তানকে হোটেলের রাস্তায় হাঁটতে দেখা গিয়েছে।
এদিকে ২২ মার্চ আইপিএল শুরু হওয়ার পরদিনই মাঠে নামতে হবে রোহিতের দল মুম্বাই ইন্ডিয়ান্সকে। যে কারণে দ্রুতই ছুটি কাটিয়ে দেশে ফিরতে হবে তাকে। এরপর দলের সঙ্গে যোগ দিতে হবে।