
ছবি: সংগৃহীত
একেকটি বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তানের ভরাডুবি এবং দেশটির সাবেক ক্রিকেটারদের সমালোচনায় মুখর হওয়া, সাম্প্রতিককালে এই ঘটনাক্রমের সঙ্গে ক্রিকেটপ্রেমীরা নিশ্চিতভাবেই পরিচিত। এতদিন পাকিস্তানের নব্বইয়ের দশকের কিংবদন্তি যেমন ওয়াসিম আকরাম, রশিদ লতিফরা দলের হতশ্রী পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া করতেন। এবার সে দলে যোগ দিয়েছেন দেশটির সদ্য সাবেক ক্রিকেটার ইমাদ ওয়াসিমও।
দেশটির সাবেক এই স্পিন অলরাউন্ডারের অভিমত, পাকিস্তানের বর্তমান দলটি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। রিজওয়ান-বাবরদের খেলার ধরন দেখে এমনটাই মনে হয়েছে তার। পাকিস্তানের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট পাকপ্যাশন ডট নেটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি কথাগুলো বছরের পর বছর ধরে বলে আসছি। কিন্তু লোকে আমাকে নিয়ে হাসাহাসি করেছে। দলীয় বৈঠকেও আমি বলেছিলাম, বিশ্ব ক্রিকেট ভিন্ন পথে এগিয়ে যাচ্ছে আর আমরা এখনো একইভাবে খেলে যাচ্ছি। আপনাকে সেভাবেই খেলতে হবে, যেভাবে খেলা উচিত। কিন্তু (পাকিস্তান দল) এখন যেভাবে খেলছে, সেটা সঠিক উপায় নয়।’
‘আমি (সাম্প্রতিক সময়ে) পাকিস্তান দলের কয়েকটি ম্যাচ দেখতে বসেছিলাম। পাকিস্তানি নয়, একজন ক্রিকেটার হিসেবে আমার দেখেই মনে হয়েছে, ওদের খেলা আমি আর দেখতে চাই না। এভাবে খেলতে থাকলে মানুষ ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলবে। দর্শক খেলা দেখতে মাঠে যাবে না’-যোগ করেন ইমাদ।

যুগের সঙ্গে তাল মেলাতে পাকিস্তানকে কীভাবে খেলতে হবে, সে উপায় বাতলে দিয়েছেন ইমাদ। আগ্রাসী ক্রিকেটের দীক্ষা দিয়ে এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি সমাধান জানি। আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত মাঠে নেমেই প্রতিপক্ষের ওপর চড়াও হওয়া। শুরুতে কিছু উইকেট হারালে আবারও পরিস্থিতি বিবেচনা করা উচিত—এই উইকেটে ২৫০, ২৬০, ৩০০ রান করা সম্ভব কি না। কিন্তু শুরুতেই যদি মনে করেন, আমরা ২৫০ রান করব, তাহলে চলবে না। আমরা বিশ্ব ক্রিকেট থেকে অনেক পিছিয়ে আছি।’
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতের কাছে বাজেভাবে হারে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। এই পণ্ড হওয়া ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্ট নিয়েই টুর্নামেন্ট শেষ করতে হয় ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ীদের।