আর্জেন্টিনা ম্যাচ মিস করতে পারেন নেইমার-ভিনিসহ ১০ ব্রাজিলিয়ান

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৭:০৪ পিএম

নেইমার ও ভিনিসিয়ুস
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ২৬ মার্চ মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে উত্তাপ বাড়ছে। এই ম্যাচের আগে বড় এক বিপদের সামনে দাঁড়িয়ে ব্রাজিল।
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আগামী ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে হবে ব্রাজিলকে। সেই ম্যাচে নেইমার-ভিনিসিয়ুসসহ ব্রাজিলের ১০ ফুটবলার হলুদ কার্ডের খড়্গ নিয়ে মাঠে নামবেন। ম্যাচের ১০ ফুটবলারের মধ্যে কেউ হলুদ কার্ড দেখলেই সে ফুটবলারের আর আর্জেন্টিনার বিপক্ষে খেলা হবে না।
দক্ষিণ আমেরিকার অঞ্চলের (কনমেবল) বাছাইয়ের নিয়ম অনুযায়ী, একজন ফুটবলার দুটি হলুদ কার্ড দেখলে তিনি পরের ম্যাচে আর খেলতে পারবেন না।
হলুদ কার্ড সংক্রান্ত এই নিষেধাজ্ঞার খড়্গ যেসব ফুটবলারের মাথায় ঝুলছে, তাদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম নেইমার। চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থেকে দলে ফিরেছেন এই তারকা ফুটবলার। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে কার্ড দেখলেই আর মেসিদের বিপক্ষে খেলা হবে না তার। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, এদেরসনরাও একই শঙ্কা মাথায় নিয়ে মাঠে নামবেন কলম্বিয়ার বিপক্ষে।
দক্ষিণ আমেরিকার বাছাইয়ে বর্তমানে ব্রাজিলের অবস্থান ৫ নম্বরে। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১২ ম্যাচে ২৫। চারে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১২ ম্যাচে ১৯।
আর্জেন্টিনা ম্যাচ মিস করতে পারেন যে ১০ ব্রাজিলিয়ান
নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, রদ্রিগো, এদেরসন, গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস, ব্রুনো গিমারায়েস, আন্দ্রে, দানিলো, মাথিউস কুনিয়া