Logo
Logo
×

খেলা

সতীর্থকে ধর্ম পরিবর্তন করতে বলেছিলেন আফ্রিদি!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৫:৪৬ পিএম

সতীর্থকে ধর্ম পরিবর্তন করতে বলেছিলেন আফ্রিদি!

শহীদ আফ্রিদি

পাকিস্তান ক্রিকেটের এক আলোচিত চরিত্র দানিশ কানেরিয়া। পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলে খেলা হাতেগোনা কয়েকজন হিন্দু ক্রিকেটারের মধ্যে কানেরিয়া অন্যতম। এক সাক্ষাৎকারে এই স্পিনার দাবি করেছেন, জাতীয় দলে খেলার সময় তাকে বারবার ধর্ম পরিবর্তন করতে বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

সাবেক লেগ স্পিনার কানেরিয়া বলেন, ‘পাকিস্তানে আমাদের আলাদা চোখে দেখা হত। আমার ক্যারিয়ার শেষ করে দেওয়া হয়েছিল। কখনো আমাকে সম্মান দেওয়া হয়নি। আলাদাভাবে দেখা হত বলেই এখন আমি আমেরিকায় থাকি।’

শহীদ আফ্রিদি ও দানিশ কানেরিয়া

জাতীয় দলে খেলার সময় আফ্রিদি তাকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছিলেন জানিয়ে কানেরিয়া যোগ করেন, ‘ক্যারিয়ারে ভালোই খেলছিলাম। কাউন্টি ক্রিকেটও খেলছিলাম। অধিনায়ক হিসাবে ইনজামাম আমাকে খুব সাহায্য করেছে। সব সময় পাশে দাঁড়িয়েছে। শোয়েব আখতারও আমার পাশে ছিল। কিন্তু আফ্রিদি আমাকে বলেছিল ধর্ম পরিবর্তন করতে। বহু বার আমাকে এটা বলেছিল ও। ইনজামাম কখনো এসব বলত না।’

পাকিস্তানের স্পিনারদের মধ্যে এখনো টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক কানেরিয়া। ৬১টি টেস্টে ২৬১টি উইকেট নিয়েছেন তিনি। কিন্তু এত অর্জনের পরও কখনো প্রাপ্য সম্মান পাননি বলে অভিযোগ করেছেন সাবেক এই ক্রিকেটার।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম