Logo
Logo
×

খেলা

অনিশ্চিত ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ খেলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০২:১৬ পিএম

অনিশ্চিত ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ খেলা

ছবি: সংগৃহীত

ফুটবলের দেশ হিসেবে ব্রাজিলকে চেনে গোটা বিশ্ব। এই দেশে ফুটবল নিছক কোনো খেলা নয়। ফুটবলকে রীতিমতো ধর্মের মতো দেখা হয় এখানে। সেই দেশে এখন বিস্তার লাভ করছে ক্রিকেটের। আমেরিকা অঞ্চল থেকে বাছাইপর্ব পার হয়ে বিশ্বকাপের মূল মঞ্চে খেলার স্বপ্ন দেখছে দেশটি। এবার সেই স্বপ্নেই বড় ধাক্কা খেয়েছে দলটি।

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের আমেরিকা অঞ্চলে কানাডার বিপক্ষে হেরে গেছে দলটি। যদিও আগের ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে দারুণ শুরু করেছিল ব্রাজিল।

আর্জেন্টিনায় হওয়া এই আসরে ব্রাজিলের এটি তৃতীয় ম্যাচ। যেখানে তিন ম্যাচে এক জয়ের বিপরীতে দুই হার ব্রাজিলের। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে তারা। ফলে গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার পথ ব্রাজিলের থেকে অনেকটা দূরে সরে গেছে। অন্যদিকে অনেকটাই এগিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা।

ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ৫৬ রান করে ব্রাজিল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ ওভার ৩ বলে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কানাডা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম