Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে আইসিসির সাহায্য পেয়েছে ভারত, মানছেন তিনি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১২:৪০ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে আইসিসির সাহায্য পেয়েছে ভারত, মানছেন তিনি

অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক স্বীকার করেছেন যে সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারত একক ভেন্যুতে খেলায় স্পষ্ট সুবিধা পেয়েছিল। তবে, তিনি এটাও মেনে নিয়েছেন যে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল শিরোপা জিতেছে নিখুঁতভাবেই।  

ভারত স্বাগতিক পাকিস্তানে ভ্রমণ করতে অস্বীকৃতি জানিয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের সব ম্যাচ খেলেছে। এই সিদ্ধান্তের ফলে অন্যান্য দলগুলোর বারবার ভ্রমণের কষ্ট পোহাতে হয়েছে, কিন্তু ভারত পুরো টুর্নামেন্ট জুড়ে একই ভেন্যুতে অনুশীলন ও খেলা চালিয়ে যেতে পেরেছে।  

ব্যক্তিগত কারণে আট দলের এই টুর্নামেন্টে অংশ নিতে না পারা অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্টার্ক খোলামেলা কথা বলেছেন ফ্যানাটিকস টিভির ইউটিউব চ্যানেলে। তিনি বলেছেন, ‘যখন এক দল একই জায়গায় থাকতে পারে, কোনো ফ্লাইট নেই, কোনো বিধিনিষেধ নেই, একই ভেন্যুতে বারবার অনুশীলন ও খেলা চালিয়ে যেতে পারে, তখন আমি মনে করি কিছু মতামতের সঙ্গে একমত হওয়া যায়। আমি বুঝতে পারছি, বাকি সাত দলের অনেক খেলোয়াড় কেন এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।’

ভারতের সব ম্যাচ দুবাইয়ে খেলার সিদ্ধান্ত ভক্ত, বিশেষজ্ঞ ও সম্প্রচারকদের মধ্যে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। স্টার্ক স্বীকার করেছেন যে এ নিয়ে অসন্তোষ রয়েছে, তবে তিনি জোর দিয়েছেন যে ভারতের দাপট ছিল প্রশ্নাতীত। তিনি বলেছেন, ‘অবশ্যই, ভারত ‘স্বচ্ছ ও নিখুঁতভাবে’ জিতেছে। তারা অসাধারণ ক্রিকেট দল এবং দীর্ঘদিন ধরে সব ফরম্যাটেই দুর্দান্ত খেলছে।’

অস্ট্রেলিয়ান পেসার অন্যান্য দলগুলোর ভোগান্তির দিকটিও তুলে ধরেছেন। নিউজিল্যান্ডকে সেমি-ফাইনালের জন্য দুবাই থেকে পাকিস্তানে যেতে হয়েছে, তারপর ফাইনালের জন্য আবার দুবাইতে ফিরতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারও কঠিন ভ্রমণ সূচি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি স্বাগতিক পাকিস্তানকেও ভারত ম্যাচের জন্য নিজ দেশ ছেড়ে দুবাইয়ে আসতে হয়েছে। 

স্টার্ক বলেছেন, ‘নিউজিল্যান্ড দুবাইতে খেলেছে, তারপর সেমি-ফাইনালের জন্য পাকিস্তানে উড়ে গেছে, আবার ফাইনালের জন্য ফিরে এসেছে দুবাইয়ে। এমনকি পাকিস্তান, যারা স্বাগতিক দেশ, তাদেরও ভারত ম্যাচ খেলতে দেশ ছেড়ে যেতে হয়েছে। যখন একটি দল একই জায়গায় থাকে, কোনো ফ্লাইট নেই, তখন কিছু মতামতের সঙ্গে একমত হওয়া স্বাভাবিক।’

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম