
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৩০ এএম
ভারতের কারসাজিতে হান্ড্রেডে জায়গা হলো না পাকিস্তানি ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১০:০৮ এএম
-67d3abb55e013.jpg)
ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের জনপ্রিয় ফ্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে এবার জায়গা হয়নি কোনো পাকিস্তানির। ১০০ বলের এই টুর্নামেন্টে পাকিস্তানের ৪৫জন ক্রিকেটার নিলামে নাম দিলেও তাদের কাউকে নিয়ে আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। যা অবাক করেছে সবাইকে। এর পেছনে ভারতের কারসাজি দেখছেন অনেকেই।
দ্য হান্ড্রেডের ড্রাফটে ৪৫জনের তালিকায় থাকা পাকিস্তান পেসার নাসিম শাহ, মোহাম্মদ আমির, স্পিনার উসামা মির, অলরাউন্ডার শাদাব খান ও ইমাদ ওয়াসিমরা পূর্বে এই টুর্নামেন্টে খেললেও এবার তাদের নিয়েও আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো।
পাকিস্তানি ক্রিকেটারদের নিলামে দল না পাওয়া নিয়ে যখন প্রশ্ন তখন কারণ হিসেবে জানা যাচ্ছে, আগস্টে মাঠে গড়াতে যাওয়া এই টুর্নামেন্ট চলাকালীন ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। তবে এর চেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে এই আসরের বেশ কিছু ক্লাবের মালিকানায় থাকা ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
সম্প্রতি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ানসসহ আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দ্য হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজির মালিকানার অংশীদার হয়েছেন। যে কারণে পাকিস্তানি ক্রিকেটাররা নিলামে দল পাননি বলেও ধারণা করা হচ্ছে। তাছাড়া এই টুর্নামেন্টের নিলামে বাংলাদেশের ২৯ ক্রিকেটার নাম দিলেও তাদের নিয়েও আগ্রহ দেখায়নি কেউ। যেখানে ভারতের কারসাজি আছে বলে মনে করা হচ্ছে।
কেননা, এর আগে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি থাকা দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএটি-টোয়েন্টিতেও কোনো পাকিস্তানি ক্রিকেটার খেলতে পারেনি। আর আইপিএলে তো পাকিস্তানের ক্রিকেটাররা ২০০৯ সাল থেকেই নেই। যে কারণে পাকিস্তানি ক্রিকেটারদের দ্য হান্ড্রেডে দল না পাওয়ার পেছনে ভারতকেই দায়ী করা হচ্ছে।