Logo
Logo
×

খেলা

আইপিএল না খেলায় শাস্তি পেলেন ইংলিশ তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৯:১৮ এএম

আইপিএল না খেলায় শাস্তি পেলেন ইংলিশ তারকা

ক্রিকেটের এক জৌলুসময় আসর আইপিএল। যেখানে খেলতে মুখিয়ে থাকে বিশ্বের তারকাসব ক্রিকেটাররা। অনেকে তো এই আসরকে আইসিসি ইভেন্ট থেকেও এগিয়ে রাখেন। যে কারণে নানা টালবাহানা করে জাতীয় দলের খেলা বাদ দিয়ে আইপিএলেও ব্যস্ত থাকতে দেখা যায় ক্রিকেটারদের।

আইপিএল নিয়ে যখন এতটা উন্মাদনা তখন সেই আইপিএলে নিলামে দল পেয়েও না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুক। যা ভালোভাবে নিতে পারেনি বিসিসিআই। আইপিএল না খেলায় এই ইংলিশ তারকাকে শাস্তি দিয়েছে তারা। দুই বছরের নিষেধাজ্ঞায় পড়েছেন ব্রুক।

সবশেষ নিলামে ব্রুককে ৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। তবে শেষ পর্যন্ত তিনি নিজেকে সরিয়ে নেন। আগের আসরেও নিলামে দল পাওয়ার পর এমনটা করেছিলেন তিনি। তবে সেবার শাস্তি পেতে হয়নি তাকে। তবে এবার নিলামে নাম দেওয়া ও দল পাওয়া ক্রিকেটারদের ক্ষেত্রে আইপিএল কর্তৃপক্ষ কঠোর হওয়ায় নতুন নিয়মে শাস্তি পেতে হলো তাকে।

ব্রুকের নিষেধাজ্ঞার এই খবরটি ইতোমধ্যেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে  বিসিসিআই। যা নিয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘এ বারের আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছিল হ্যারি ব্রুক। পরের বারের আইপিএল থেকেও নিষিদ্ধ করা হল ইংলিশ ব্যাটারকে। পরের আইপিএলে খেলতে চাইলেও পারবেন না তিনি।’

আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার যদি নিলামে দল পান এবং তার পর নিজেকে সরিয়ে নেন, তা হলে তাকে দুই আসরের জন্য নিষিদ্ধ করা হবে। এবার সেই নিয়মের প্রথম শিকার হলেন ব্রুক।

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম