
উয়েফা নেশনস লিগের কোয়ার্টার-ফাইনালের জন্য দল ঘোষণা করেছে ফ্রান্স। কোচ দিদিয়ের দেশম ঘোষিত এই দলে ফিরেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আগামী ২০ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম লেগে খেলবে ফ্রান্স।
২৬ বছর বয়সী এমবাপ্পে অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত নেশনস লিগের গ্রুপ পর্বের জন্য ঘোষিত ফ্রান্স স্কোয়াডে ছিলেন না। শুরুতে ফিটনেসজনিত কারণে দল থেকে বাদ পড়লেও পরে ব্যক্তিগত জীবনের আলোচনার কারণে তাকে বিবেচনা করা হয়নি।
তবে রিয়াল মাদ্রিদের এই তারকা সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ২৮টি গোল করেছেন। এমবাপ্পের ভূমিকা সম্পর্কে দেশম বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি এবং আমি নিশ্চিত করছি, সে-ই অধিনায়ক থাকবে।’
এদিকে পিএসজির ১৯ বছর বয়সী মিডফিল্ডার দেজির দোয়ে প্রথমবারের মতো ফ্রান্স দলে সুযোগ পেয়েছেন। দোয়ে এই মৌসুমে ২৩ ম্যাচে ১৭টি গোলে সরাসরি ভূমিকা রেখেছেন।
মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বদলি হিসেবে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখান দোয়ে। টাইব্রেকারে জয়সূচক গোলটি করেন তিনিই।
দেশম দোয়ে সম্পর্কে বলেন, ‘সে সবসময় ক্লাবের শুরুর একাদশে থাকে না, কিন্তু যখনই মাঠে নামে, তখনই পারফর্ম করে। সে খুবই তরুণ, আমি অপেক্ষা করতে পারতাম, কিন্তু মনে হয়েছে, এখনই তাকে ডাক দেওয়ার সঠিক সময়।’
ফ্রান্স আগামী ২০ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ খেলবে। ২৩ মার্চ প্যারিসের স্তাদ দে ফ্রান্সে হবে দ্বিতীয় লেগ। বিজয়ী দল জুনে ইতালি বা জার্মানিতে সেমিফাইনালে খেলবে।
স্কোয়াড:
গোলরক্ষক– লুকাস শেভালিয়েঁ, মাইক মিয়াঁ, ব্রাইস সাম্বা
ডিফেন্ডার– জনাথন ক্লাউস, লুকাস দিনিয়ে, থিও এর্নান্দেজ, ইবরাহিমা কোনাতে, জুলস কুন্দে, বাজাঁমাঁ পাভার্দ, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো
মিডফিল্ডার– এদুয়ার্দো কামাভিঙ্গা, মাতেও গেন্দোজি, মানু কোনে, আদ্রিয়েন রাবিও, অরেলিয়েঁ চুয়ামেনি, ওয়ারেঁ জায়ার-এমেরি
ফরোয়ার্ড– ব্র্যাডলি বারকোলা, উসমান দেম্বেলে, দেজা দোয়ে, রদ্যাঁ কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপ্পে, মিকেল ওলিস, মার্কাস থুরাম