‘গোটা দুনিয়া একভাবে এগোচ্ছে, আর আমরা মান্ধাতার আমলের ক্রিকেট খেলছি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৯:৫২ পিএম

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম দেশটির ক্রিকেট দলের আধুনিক ক্রিকেটের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে কঠোর সমালোচনা করেছেন। গত বছর আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারের অভিমত, পাকিস্তান দলের যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না।
ইমাদ তার স্পষ্টবাদী মতামতের জন্য পরিচিত। তিনি জানিয়েছেন, পাকিস্তান দলের সেকেলে কৌশল নিয়ে তার দেওয়া সতর্কবার্তাগুলো প্রায়ই সতীর্থ ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের কাছে উপহাসের বিষয় ছিল। তিনি বলেন, ‘আমি বছরের পর বছর ধরে এ কথা বলে আসছি, কিন্তু মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করেছে। দলের মিটিংয়েও আমি বলেছিলাম যে বিশ্ব এক পথে এগিয়ে যাচ্ছে, আর আমরা এখনো মান্ধাতার আমলের ক্রিকেট খেলছি।’
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ পাকিস্তান একটিও ম্যাচ জিততে পারেনি। স্বাগতিক ও শিরোপাধারী হয়েও তারা প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে পরাজিত হয়। এরপর বৃষ্টির কারণে বাংলাদেশের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ পরিত্যক্ত হয়।
দলের এমন ব্যর্থতার পর ইমাদ স্বীকার করেছেন যে, তিনি পাকিস্তানের ম্যাচগুলো দেখতে আগ্রহী ছিলেন না। তিনি বলেন, ‘আমি আসলে ম্যাচ দেখতে চাইনি। কিন্তু আমাকে দেখতে হয়েছে। দেখুন, মানুষ ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলবে। যদি আমরা এভাবে খেলতে থাকি, দর্শকরা মাঠে আসবে না, খেলা দেখবে না।’
ইমাদ মনে করেন, পাকিস্তান দলকে আধুনিক ক্রিকেটের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো আগ্রাসী কৌশল গ্রহণ করতে হবে। তার মতে, পাকিস্তান দলকে সর্বপ্রথম প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগের চিন্তা করতে হবে, বরং রক্ষণাত্মক খেলে নির্দিষ্ট একটি স্কোর দাঁড় করানোর পরিকল্পনা বাদ দিতে হবে।
তিনি বলেন, ‘আপনাকে ক্রিকেট সঠিকভাবে খেলতে হবে। এই কৌশল ঠিক নয়। একজন ক্রিকেটার হিসেবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি পাকিস্তান দলের কয়েকটি ম্যাচ দেখেছি, এবং দেখেই মনে হয়েছে আমি দেখতে চাই না।’
তিনি আরও বলেন, ‘আপনি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়াকে দেখুন, তাদের খেলার ধরন বুঝুন। আমি সমাধান জানি। আপনার প্রথম প্রতিক্রিয়া হওয়া উচিত প্রতিপক্ষের ওপর আক্রমণ শানানো। উইকেট হারালে তারপর পরিস্থিতি বিচার করা উচিত—এই উইকেটে ২৫০, ২৬০, ৩০০ রান করা সম্ভব কি না। কিন্তু শুরুতেই ২৫০ রান করার পরিকল্পনা করা ভুল। আমরা বিশ্ব ক্রিকেট থেকে অনেক পিছিয়ে আছি।’