Logo
Logo
×

খেলা

মাহমুদউল্লাহকে ধন্যবাদ জানিয়ে যা বললেন বিসিবি সভাপতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০১:১৭ পিএম

মাহমুদউল্লাহকে ধন্যবাদ জানিয়ে যা বললেন বিসিবি সভাপতি

ছবি: সংগৃহীত

ঘোষণা আসার পর থেকেই প্রশংসায় ভাসছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি তাদের ফেসবুক পেজে টাইগার ক্রিকেটারকে ‘দ্য ম্যান ফর অল অকেশনস’ বলে স্তুতি গেয়েছেন। কঠিন কিংবা প্রয়োজনে লড়ে যাওয়া মাহমুদউল্লাহর সামনের দিনগুলোর জন্যও শুভ কামনা জানিয়েছে বিসিবি।

টাইগার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ দলে অসাধারণ অবদানের জন্য মাহমুদউল্লাহকে আন্তরিক কৃতজ্ঞতা। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা এই অভিজ্ঞ ক্রিকেটার ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন।’

বিসিবি সভাপতি ফারুক আহমেদ মাহমুদউল্লাহর অবদানের প্রশংসা করে বলেছেন, ‘এটি বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত সকলের জন্য একটি হৃদয়বিদারক মুহূর্ত, কারণ মাহমুদউল্লাহ প্রায় দুই দশক ধরে জাতীয় দলের শক্তির স্তম্ভ হয়ে আছেন। চাপের মধ্যেও তার ধারাবাহিকতা এবং সাফল্য তাকে অমূল্য সম্পদে পরিণত করেছে। তার নিষ্ঠা এবং পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানদণ্ড স্থাপন করেছে এবং তাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

টেস্ট ও টি-টোয়েন্টির জার্সি আগেই তুলে রেখেছিলেন মাহমুদউল্লাহ। গতকাল জানান ওয়ানডের জার্সিটাও তুলে রাখবেন। আর এর মধ্যে দিয়ে বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অধ্যায় শেষ হলো।

মাহমুদউল্লাহ রিয়াদ বিসিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম