ক্রিকেটারকে বিয়ে করে বলিউড ছেড়েছেন যেসব অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১২:২২ পিএম

ছবি: সংগৃহীত
উপমহাদেশে সবচেয়ে জনপ্রিয় খেলার নাম ক্রিকেট। তাই তো ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। আর এই ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন যখন শোবিজ তারকাদের সঙ্গে যুক্ত হয় তখন আগ্রহটা বেড়ে যায় কয়েক গুণ।
ক্রিকেট তারকাদের সঙ্গে শোবিজ অঙ্গনের অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্ক অনেক পুরনো গল্প। বিশেষ করে বলিউড আর ললিউডে (পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি) এসব ঘটনা বেশি ঘটে থাকে। তবে বলিউডে এর নজির সবচেয়ে বেশি।
বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী আছেন যারা ক্রিকেটারদের প্রেমে পড়ে তাদের ক্যারিয়ারকে সরিয়ে রেখে নতুন জীবনে প্রবেশ করেছেন।
আজ চলুন জেনে নেই এমন এসব বলিউড সুন্দরীদের সম্পর্কে যারা ভালোবাসার জন্য তাদের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন।
১. যুবরাজ সিং ও হ্যাজেল কিচ
এই তালিকার প্রথম নাম হিন্দি সিনেমার অভিনেত্রী হ্যাজেল কিচ। ২০১৬ সালের ৩০ নভেম্বর, তিনি ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংকে বিয়ে করেন। দুজনেই একে অপরের প্রেমে পড়েছিলেন এবং তাদের সম্পর্ক সমাজের নজর কেড়ে নিয়েছিল। বিয়ের পর, হ্যাজেল বলিউডকে বিদায় জানিয়েছেন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সুখী জীবন কাটাচ্ছেন।
২. হরভজন সিং ও গীতা বসরা
আরেকটি বিখ্যাত নাম হল গীতা বসরা। গীতা বসরা ছিলেন একজন ব্রিটিশ অভিনেত্রী। তিনি ভারতের প্রখ্যাত ক্রিকেটার হরভজন সিংকে বিয়ে করেন। তাদের সম্পর্ক প্রথম থেকেই আলোচনা সৃষ্টি করেছিল। তারা আট বছর ডেটিং করার পর ২০১৫ সালের ২৯ অক্টোবর, বিয়ে করেন। গীতা বেশ কিছু সফল ছবিতে কাজ করেছিলেন। তবে বিয়ের পর তিনি চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে তার পরিবারকে সময় দিতে শুরু করেন। এখন তিনি পরিবারের সাথে সুখী জীবনযাপন করছেন।
৩. মহসিন খান ও রীনা রায়
১৯৮৩ সালে পাকিস্তানি ক্রিকেটার মহসিন খানকে বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী রীনা রায়। এ সময় রীনা চলচ্চিত্র জগতের শীর্ষে ছিলেন। তার ক্যারিয়ারও ছিল বেশ সফল। কিন্তু মহসিনের সঙ্গে বিয়ের পর রীনা পাকিস্তানে চলে যান এবং চলচ্চিত্র জগৎকে বিদায় জানান। যদিও তাদের সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। কয়েক বছর পর তারা বিবাহবিচ্ছেদ করেন। রীনা আবার ভারতে ফিরে এসে কিছুদিন চলচ্চিত্রে কাজ করেছিলেন। তবে তার আগের মতো জনপ্রিয়তা ফিরে আসেনি।
৪. জহির খান ও সাগরিকা ঘাটগে
বিনোদন এবং ক্রীড়া জগতের আরেকটি সুন্দর দাম্পত্য সম্পর্ক হল সাগরিকা ঘাটগে ও জহির খান। সাগরিকা ঘাটগে ভারতীয় ক্রিকেটার জহির খানের সঙ্গে ২০১৭ সালে বিয়ে করেন। বিয়ের পর, সাগরিকা অভিনয়ে কিছু সময় বিরতি নেন। যদিও কিছু ওয়েব সিরিজ এবং টিভি শোতে তাকে দেখা গেছে। শেষবার সাগরিকাকে ২০২০ সালে ‘ফুটফেরি’ টিভি শোতে দেখা গিয়েছিল। তবে তিনি এখনো পর্দার বাইরে আছেন। অনেক দিন ধরেই অভিনয় থেকে অনুপস্থিত।
৫. মোহাম্মদ আজহারউদ্দিন ও সঙ্গীতা বিজলানি
মোহাম্মদ আজহারউদ্দিন ও সঙ্গীতা বিজলানি একটি বিখ্যাত দম্পতি ছিলেন। সঙ্গীতা বিজলানি, সলমন খানের প্রাক্তন বান্ধবী এবং জনপ্রিয় হিন্দি সিনেমা অভিনেত্রী ছিলেন। মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে বিয়ের পর অভিনয় ছেড়ে দেন। তাদের সম্পর্ক প্রথম থেকেই আলোচিত ছিল। এটি বলিউডের কাছে একটি চমক ছিল। তবে তাদের বিবাহ বেশিদিন টিকেনি এবং তারা দুজনেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। সঙ্গীতা বিজলানি এরপর সিনেমা জগত থেকে নিজেকে সরিয়ে নেন এবং ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দেন।