Logo
Logo
×

খেলা

‘২০০৭ থেকে ২০২৫—মনে রাখার মতো অনেক স্মৃতি জমা’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১১:১১ এএম

‘২০০৭ থেকে ২০২৫—মনে রাখার মতো অনেক স্মৃতি জমা’

ছবি: সংগৃহীত

ঘোষণাটা ওয়ানডে বিশ্বকাপের শেষে আসতে পারে বলে ভক্তদের ধারণা ছিল। আসেনি। চ্যাম্পিয়ন্স ট্রফিও গেল। অবশেষে মাহমুদউল্লাহ রিয়াদ বললেন, ‘আমি থামছি।’ পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য বুধবার দিয়েছেন থামার ঘোষণা। এরপর থেকেই তাকে নিয়ে স্তুতি, কখনও স্মৃতিচারণ এবং সুখ-দুঃখের গল্প বলা।

সেই তালিকায় যোগ দিয়েছেন মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। তার এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, অবসর নিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ। ফেসবুকে এক পোস্টে মিষ্টি বলেছেন, ২০০৭ থেকে ২০২৫—মনে রাখার মতো অনেক স্মৃতি জমা পড়েছে কিংবদন্তি।

মাহমুদউল্লাহর স্ত্রী লিখেছেন, ‘সবকিছুরই শেষ হয়। কিন্তু তোমাকে যে বাংলাদেশের লাল-সবুজের জার্সিতে দেখা যাবে না, সেটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে।’

২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৪৩০ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ওয়ানডে ক্যারিয়ারে চার সেঞ্চুরির চারটিই করেছেন আইসিসি ইভেন্টে। স্মরণীয় সেই মুহূর্তের কথা স্মরণ করে মিষ্টি লিখেছেন, ‘২০০৭ থেকে ২০২৫—মনে রাখার মতো অনেক স্মৃতি আছে। বিশ্বকাপে সেঞ্চুরির পর তোমার উদযাপন আমার জীবনের বিস্ময়কর উপহার।’

আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহর যে অর্জন, তাতে অনেক খুশি তাঁর স্ত্রী মিষ্টি। প্রোফাইলে পছন্দের কয়েকটি ছবি জুড়ে দিয়ে লিখেছেন, ‘১৭ বছর তোমার উত্থান-পতনের সঙ্গে ছিলাম। আলহামদুলিল্লাহ এখনো আছি। তুমি আমার প্রিয় ক্রিকেটার, আমার নায়ক ও আজীবন সেটাই থাকবে। নিষ্ঠা, সততা, ভালোবাসার মাধ্যমে মাশাআল্লাহ তুমি দেশের জন্য যা করেছ, তাতে আমার গর্ব হয়।’

টেস্ট ও টি-টোয়েন্টির জার্সি আগেই তুলে রেখেছিলেন মাহমুদউল্লাহ। গতকাল জানান ওয়ানডের জার্সিটাও তুলে রাখবেন। আর এর মধ্যে দিয়ে বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অধ্যায় শেষ হলো।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম