-67d26680ce5e5.jpg)
ছবি: সংগৃহীত
টাইব্রেকারে হুলিয়ান আলভারেজের গোল বাতিল হওয়ার সিদ্ধান্তটাই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ থেকে আতলেতিকো মাদ্রিদের বিদায়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভিএআর চেকের পর ডাবল টাচের কারণে আলভারেজের ওই গোল বাতিলের সিদ্ধান্তটি কোনোভাবেই মানতে পারছেন না আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে। ম্যাচ শেষে ক্ষোভ ঝরেছে তার কণ্ঠে।
অথচ, রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় থাকা ম্যাচ টাইব্রেকে গড়ালে সেখানেও নিয়ন্ত্রণ থাকত আতলেতিকোর; যদিও না আলভারেজের গোলটি বাতিল হতো। ওখানে পিছিয়ে পড়া আতলেতিকো শেষ পর্যন্ত ৪-২ গোলে হেরে বিদায় নিয়েছে।
টাইব্রেকারে আলভারেজের গোল বাতিল হয়েছে এক অদ্ভুত কারণে। ডান পায়ে শট নেওয়ার আগ মুহূর্তে খানিকটা নিয়ন্ত্রণ হারান আর্জেন্টাইন তারকা। বাঁ পায়ে বল লেগে যায়। আর ‘ডাবল টাচ’ হওয়ায় বল জালে জড়ালেও বাতিল হয় সেই গোল। শেষ পর্যন্ত সেটাই গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য।
আলভারেজের ওই শট নিয়ে প্রথমে অভিযোগ জানান কিলিয়ান এমবাপ্পে। রেফারিকে ইঙ্গিত করেন পেনাল্টিতে দুইবার বল স্পর্শ করা হয়েছে। তৃতীয় শট নিতে যাওয়া ফেদেরিকো ভালভার্দেকে তখন থামিয়ে দেন রেফারি সিমোন মার্সিনিয়াক। ভিএআর চেকে দেখা যায় ডান পায়ে শট নেওয়ার আগ মুহূর্তে খানিকটা নিয়ন্ত্রণ হারান আর্জেন্টাইন তারকা, এর ফলে তার বাঁ পা লেগে যায় বলে। আর ‘ডাবল টাচ’ হওয়ায় বল জালে জড়ালেও বাতিল হয় সেই গোল।
ম্যাচ শেষে আলভারেজের পেনাল্টি মিস নিয়ে প্রশ্ন উঠতেই ক্ষেপে যান সিমিওনে। বলেন, ‘যারা এখানে আছেন, হুলিয়ানকে পেনাল্টিতে দুইবার বল স্পর্শ করতে দেখলে হাত তুলুন। কেউ হাত তুললেন না। পরের প্রশ্ন!’
এদিকে দুবার বলে স্পর্শ করার অভিযোগ নিয়ে আলভালেজ বলেন, ‘আমি বলে কোনো দ্বিতীয় স্পর্শ অনুভব করিনি।’